মোস্তাফিজুর রহমান : এাাডঃমোছাঃসামসুন্নাহার(৩৮) পিতাঃ- সামসুল হক মোল্লা শনির আখড়া,জিয়া স্বরনী থানাঃ যাত্রাবাড়ী
রোববার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
আতের ভাই স্বজল জানায়, সে ৬১/৬২/৬৩ নং ওয়ার্ডে (আনারস মার্কা) সংরক্ষিত মহিলা কাউন্সিলর সতন্র প্রার্থী।
যাত্রাবাড়ী ব্রীজের ঢালে নির্বাচনী প্রচারনা করার সময় হঠাৎ করে কে বা কারা তার উপর হামলা চালায়।
রাত সাড়ে১১টায় ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য জরুরী বিভাগে নিয়ে আসে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, আহত হয়ে জররি ভিভাগে চিকিৎসা নিয়েছে।