শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফতাব নগর থেকে মানবপাচারকারী চক্রের ২ সদস্য আটক, বাংলাদেশি পাসপোর্টসহ ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার

সুজন কৈরী: বাংলাদেশি পাসপোর্টে সড়ক পথে ভারত হয়ে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতিকালে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় একটি ট্রাভেল এজেন্সির দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- কবির হোসেন ও ইমরান।

রোববার দুপুরে রাজধানীর আফতাবনগরের বি ব্লকের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান জানান, ওই বাড়ির চার তলায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা উদ্ধার করা হয়।তাদের বিদেশে পাচারের উদ্দেশে সেখানে নেয়া হয়েছিলো। পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাদের বাংলাদেশি পাসপোর্টও তৈরি করা হয়।তাদের মূলত সড়ক পথে ভারত হয়ে মালোশিয়ায় পাচার করা হতো।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, জন্ম নিবন্ধনের ফরম এবং পাসপোর্টের ফরম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক কবির ৭ মাস আগে ওই বাসাটি ভাড়া নেয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী সংগ্রহ করে বিভিন্ন ভাবে ঢাকায় নিয়ে আসেন।কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। মূলত পাচারের উদ্দেশেই তাদের আনা হয়েছে।অর্থনৈতিক দুর্বলতার কারণেই পাচারকারীরা রোহিঙ্গা নারীদের টার্গেট করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়