শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফতাব নগর থেকে মানবপাচারকারী চক্রের ২ সদস্য আটক, বাংলাদেশি পাসপোর্টসহ ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার

সুজন কৈরী: বাংলাদেশি পাসপোর্টে সড়ক পথে ভারত হয়ে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতিকালে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় একটি ট্রাভেল এজেন্সির দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- কবির হোসেন ও ইমরান।

রোববার দুপুরে রাজধানীর আফতাবনগরের বি ব্লকের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান জানান, ওই বাড়ির চার তলায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা উদ্ধার করা হয়।তাদের বিদেশে পাচারের উদ্দেশে সেখানে নেয়া হয়েছিলো। পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাদের বাংলাদেশি পাসপোর্টও তৈরি করা হয়।তাদের মূলত সড়ক পথে ভারত হয়ে মালোশিয়ায় পাচার করা হতো।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, জন্ম নিবন্ধনের ফরম এবং পাসপোর্টের ফরম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক কবির ৭ মাস আগে ওই বাসাটি ভাড়া নেয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী সংগ্রহ করে বিভিন্ন ভাবে ঢাকায় নিয়ে আসেন।কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। মূলত পাচারের উদ্দেশেই তাদের আনা হয়েছে।অর্থনৈতিক দুর্বলতার কারণেই পাচারকারীরা রোহিঙ্গা নারীদের টার্গেট করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়