সামিউল শাওন: দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে তীব্র ঝড় ও ভূমিধ্বসে ঘটনায় আরো অন্তত সাত জন আহত হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কতৃপক্ষ। দ্য টেলিগ্রাফ
প্রতিবেদনে বলা হয়, তীব্র ঝড় এবং ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছেন এবং ঘর-বাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।
স্থানীয় টেলিভিনের ফুটেজে দেখা গেছে, প্রচন্ড বাতাসের কারণে নদীর পাশের গাছ ও বৈদ্যুতিক খুঁটিগুলো পানিতে পরে গেছে এবং বন্যার কারণে কয়েকটি হাইওয়ে সড়ক কেটে ফেলা হয়েছে।
স্থানীয় আবহ্ওয়া অফিস জানায়, মিনাগ গেরাইস রাজ্য এ বছর প্রবল বৃষ্টিপাত হয়েছে যা গত ১১০ বছরের রেকর্ডকে হার মানিয়েছে।
এদিকে ব্রাজিলের রাজধানী রিও ডে জেনিরো এবং এসপিরিটো সাল্টো রাজ্যও বন্যার কবলে পরে ।