শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে মায়ের বিরুদ্ধে আড়াই মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ: শনিবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়ায় তানজিলা খাতুন ওরফে টিয়া নামের আড়াই মাসের শিশু কন্যাকে পানিতে ফেলে মা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত শিশুর মা তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও তানিয়ার শ্বশুর বাড়ির সদস্যরা জানায়, বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম টেনুর পালিত কন্যা তারিন বেগমের সঙ্গে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার জামিরা গ্রামের তুষার আলীর প্রায় ২ বছর আগে বিয়ে হয়। প্রায় ৩ মাস আগে এ দম্পতির কোল জুড়ে আসে টিয়া। পারিবারিক কোলহের কারণে টিয়ার জন্মের পর থেকেই তারিন বাবার (পালক) বাড়িতে থাকতেন। শনিবার সন্ধ্যার দিকে তারিনের কাছে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় বাড়ির পাশের পুকুরে থেকে টিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টিয়ার ফুপু মিশু অভিযোগ করেন, তারিন বেগমই শিশুটিকে পানিতে ফেলে হত্যা করেছে।

খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ শিশু টিয়ার মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি টিয়ার মা তারিন বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনে।

শিশু টিয়ার বাবা তুষার ঢাকার একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত। অপরদিকে রাতে পুলিশি জিজ্ঞাসাবাদে হাঁটার সময় ইটের সঙ্গে হোঁচট খেলে শিশুটি হাত থেকে ছিটকে পুকুরে পড়ে যায় বলে জানিয়েছেন তারিন বেগম। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়