আসিফুজ্জামান পৃথিল : পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে তার এই সফর ছিলো অত্যন্ত স্বল্প খরচের। তিনি দাবি করেন এই সফরের পৃষ্ঠপোষক তার দুই ব্যবসায়ী বন্ধু ইকরাম সেহগাল আর ইসরান চৌধুরী। হিন্দুস্তান টাইমস
দাভোসের একটি আনুষ্ঠানিক প্রাত:রাশ অনুষ্ঠানে ইমরান দাবি করেন, যে কোনও সরকারি সফরের দশ ভাগের এক ভাগ অর্থ ব্যায়ে এই সফর সম্পন্ন করেছেন তিনি।
ইমরান জানান, গত বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে তার ব্যয় হয়েছে ১ লাখ ৬০ হাজার ডলার। আর তার আগের বছর আসিফ জারদারির ব্যয় হয়েছিলো ১৪ লাখ ডলার।
সেহগালকে ধন্যবাদ জানিয়ে ইসরান বলেন, ‘তার কারণেই আমি এখানে আসতে পেরেছি। নাহলে আমার সরকার আরও দেনায় পরে যেতো।’