মুসফিরাহ হাবীব: বিতর্কিত ছবির তকমা নিয়েও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘ছপাক’-এর বক্স অফিসে প্রথম দিনের আয় ছিল প্রায় ৫ কোটি রূপি। আর বলিউড কুইন কঙ্গনা রানাউতের ছবি ‘পঙ্গা’ মুক্তি পেয়েছে শুক্রবার।
কঙ্গনা মানেই একটু অন্য ধাঁচের ছবি… তাই প্রত্যশাও ছিল ভক্তদের। কিন্তু কঙ্গনার অভিনয় মনে দাগ কাটলেও বক্সঅফিসের আয়ের দিক দিয়ে শুরুটা মোটেও ভাল হল না ‘পঙ্গা’-র। প্রথম দিনে ছবিটি আয় করেছে ছপাকের প্রথম দিনের আয়ের প্রায় অর্ধেক।
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এখনও পর্যন্ত পঙ্গার আয় ২ কোটি ৭ লক্ষ রূপি। অন্যদিকে, শুক্রবারেই মুক্তি পাওয়া আরেক ছবি ‘স্ট্রিট ডান্সার’ তুলনামূলকভাবে ভাল ব্যবসা করেছে। বরুণ ও শ্রদ্ধা অভিনীত এ ছবিটির প্রথম দিনের পর আয় হয়েছে ১০ কোটি ২৬ লক্ষ টাকা।
বেশ কিছু দিন ধরেই ‘পঙ্গা’ এবং ‘ছপাক’ নিয়ে তুলনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। এর পিছনে রয়েছে দুটো ছবির মধ্যকার বেশকিছু মিল। যেমন: দু’টি ছবিই নারীকেন্দ্রিক। ‘ছপাক’ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। অন্যদিকে ‘পঙ্গা’ও এক কবাডি খেলোয়াড়ের হার-জিতের গল্প।
কিন্তু প্রথম দিনেই দুই ছবির আয়ে ধরা পড়ল ওই ভিন্নতা। তবে যাই হোক, এ মুহূর্তে পিছিয়ে থাকলেও সপ্তাহান্তে ‘পঙ্গা’র আয় কী দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।