মাসুদ আলম: র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন বলেন, শনিবার সকালে ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, স্বামী সরোয়ার হোসেন বাবুু, শাশুড়ি সালেহা বেগম ও ভাশুর সালাহ উদ্দিন। গত ১৬ জানুয়ারি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার শিলমুন পূর্ব পাড়ায় গৃহবধু সাথীকে শ্বাসরোধে হত্যা করা হয়।
একবছর আগে বাবুু সঙ্গে পারিবারিকভাবে সাথীর বিবাহ হয়। বিবাহের পর থেকে বাবুু ও তার পরিবারের লোকজন তার পরিবারের কছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। সাথীর বাবা সন্তানের সুখের কথা চিন্তা করে বাবুুকে ২ লাখ টাকা দিলেও তারা বাকি টাকার জন্য নির্যাতন করতেই থাকে। ঘটনার দিন সাথীর স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ভাশুর যৌতুকের বাকি টাকা নিয়ে আসার জন্য চাপ দেয়। তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তারা সাথীর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেন।