শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পড়াশুনার ব্যাপারে শাসন করায় অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ওই ছাত্রের ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের নাম সিদ্ধার্থ ভট্টাচার্য (১৩)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের সমরেন্দ্রনাথ কেষ্ট ভট্টাচার্যের ছেলে এবং বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।নয়াদিগন্ত

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পড়াশুনার ব্যাপারে শাসন করায় মায়ের সাথে অভিমান করে নিজের ঘরে শাড়ি পেঁচিয়ে ফাঁস দেয় সিদ্ধার্থ। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ বালারহাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান,পরিবারের সদস্যদের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ধারণা করা হচ্ছে পড়াশুনার ব্যাপারে শাসন করায় অভিমানে ছেলেটি আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অনুলিখন: সানজীদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়