শিরোনাম
◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আর শিক্ষার্থী ভর্তির কাজটি করার সবচেয়ে যোগ্য কে?

 

কামরুল হাসান মামুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আর শিক্ষার্থী ভর্তির কাজটি করার সবচেয়ে যোগ্য কে? উত্তর : সংশ্লিষ্ট বিভাগ। এর সঙ্গে ভিসি-প্রো-ভিসি, ইউজিসি কিংবা মন্ত্রণালয়ের কোনো প্রকার সংশ্লিষ্টতা থাকতে পারে না। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এটাই করা হয়। আমাদের ইউজিসি এবং সরকারের নীতিনির্ধারকরা ক’দিন আগে অভিন্ন শিক্ষক ও প্রমোশন নীতিমালা নিয়ে হাজির হয়েছিলো। ওইটাতে সুবিধা করতে না পেরে এবার এসেছে অভিন্ন ছাত্র ভর্তির নীতিমালা নিয়ে। সরকার এবং ইউজিসির সক্ষমতা আমরা জানি। কোনোভাবে যদি এই প্রক্রিয়াটি তাদের হাতের মুঠোয় চলে যায় তারপর টের পাবেন কতো ধানে কতো চাল। দেখবেন আমাদের আমলারা আমাদের জনবিশ্ববিদ্যালয়কে সরকারি বিশ্ববিদ্যালয় বলে। এর মধ্যে দূরভিসন্ধি আছে। সরকারি বিশ্ববিদ্যালয় হলে আমরা সরকারি কর্মকর্তা হতাম। আমরা সরকারি কর্মকর্তাও নই আবার সরকারি কর্মকর্তার কোনো সুবিধাদিও পাই না এবং পেতেও চাই না। সমন্বিত ভর্তি পরীক্ষা কথাটি শুনতে মধুর শোনায়। মনে হতে পারে এর মাধ্যমে ছাত্রছাত্রীদের দৌড়াদৌড়ি এবং টাকা খরচ কমবে। কিন্তু এর একটি অমূল্য বিনিময় মূল্য আছে। সেটি হলো মান কমবে এবং সমন্বিত দুর্নীতি ঢুকার সুযোগ আছে। এ রকম একটি বিশাল কর্মযজ্ঞ সুচারুরূপে করার মতো যোগ্য মানুষ উপরের লেভেলে নেই। একদম নেই। এইটা শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার অবস্থা হবে। সর্বনাশ হয়ে যাবে বলে দিচ্ছি কিন্তু। শিক্ষায় মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো প্রকার দয়া-মায়া, টাকাপয়সা ইত্যাদির দিকে তাকানোর কোনো সুযোগ নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়