কামরুল হাসান মামুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আর শিক্ষার্থী ভর্তির কাজটি করার সবচেয়ে যোগ্য কে? উত্তর : সংশ্লিষ্ট বিভাগ। এর সঙ্গে ভিসি-প্রো-ভিসি, ইউজিসি কিংবা মন্ত্রণালয়ের কোনো প্রকার সংশ্লিষ্টতা থাকতে পারে না। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এটাই করা হয়। আমাদের ইউজিসি এবং সরকারের নীতিনির্ধারকরা ক’দিন আগে অভিন্ন শিক্ষক ও প্রমোশন নীতিমালা নিয়ে হাজির হয়েছিলো। ওইটাতে সুবিধা করতে না পেরে এবার এসেছে অভিন্ন ছাত্র ভর্তির নীতিমালা নিয়ে। সরকার এবং ইউজিসির সক্ষমতা আমরা জানি। কোনোভাবে যদি এই প্রক্রিয়াটি তাদের হাতের মুঠোয় চলে যায় তারপর টের পাবেন কতো ধানে কতো চাল। দেখবেন আমাদের আমলারা আমাদের জনবিশ্ববিদ্যালয়কে সরকারি বিশ্ববিদ্যালয় বলে। এর মধ্যে দূরভিসন্ধি আছে। সরকারি বিশ্ববিদ্যালয় হলে আমরা সরকারি কর্মকর্তা হতাম। আমরা সরকারি কর্মকর্তাও নই আবার সরকারি কর্মকর্তার কোনো সুবিধাদিও পাই না এবং পেতেও চাই না। সমন্বিত ভর্তি পরীক্ষা কথাটি শুনতে মধুর শোনায়। মনে হতে পারে এর মাধ্যমে ছাত্রছাত্রীদের দৌড়াদৌড়ি এবং টাকা খরচ কমবে। কিন্তু এর একটি অমূল্য বিনিময় মূল্য আছে। সেটি হলো মান কমবে এবং সমন্বিত দুর্নীতি ঢুকার সুযোগ আছে। এ রকম একটি বিশাল কর্মযজ্ঞ সুচারুরূপে করার মতো যোগ্য মানুষ উপরের লেভেলে নেই। একদম নেই। এইটা শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার অবস্থা হবে। সর্বনাশ হয়ে যাবে বলে দিচ্ছি কিন্তু। শিক্ষায় মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো প্রকার দয়া-মায়া, টাকাপয়সা ইত্যাদির দিকে তাকানোর কোনো সুযোগ নেই। ফেসবুক থেকে