শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আর শিক্ষার্থী ভর্তির কাজটি করার সবচেয়ে যোগ্য কে?

 

কামরুল হাসান মামুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আর শিক্ষার্থী ভর্তির কাজটি করার সবচেয়ে যোগ্য কে? উত্তর : সংশ্লিষ্ট বিভাগ। এর সঙ্গে ভিসি-প্রো-ভিসি, ইউজিসি কিংবা মন্ত্রণালয়ের কোনো প্রকার সংশ্লিষ্টতা থাকতে পারে না। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এটাই করা হয়। আমাদের ইউজিসি এবং সরকারের নীতিনির্ধারকরা ক’দিন আগে অভিন্ন শিক্ষক ও প্রমোশন নীতিমালা নিয়ে হাজির হয়েছিলো। ওইটাতে সুবিধা করতে না পেরে এবার এসেছে অভিন্ন ছাত্র ভর্তির নীতিমালা নিয়ে। সরকার এবং ইউজিসির সক্ষমতা আমরা জানি। কোনোভাবে যদি এই প্রক্রিয়াটি তাদের হাতের মুঠোয় চলে যায় তারপর টের পাবেন কতো ধানে কতো চাল। দেখবেন আমাদের আমলারা আমাদের জনবিশ্ববিদ্যালয়কে সরকারি বিশ্ববিদ্যালয় বলে। এর মধ্যে দূরভিসন্ধি আছে। সরকারি বিশ্ববিদ্যালয় হলে আমরা সরকারি কর্মকর্তা হতাম। আমরা সরকারি কর্মকর্তাও নই আবার সরকারি কর্মকর্তার কোনো সুবিধাদিও পাই না এবং পেতেও চাই না। সমন্বিত ভর্তি পরীক্ষা কথাটি শুনতে মধুর শোনায়। মনে হতে পারে এর মাধ্যমে ছাত্রছাত্রীদের দৌড়াদৌড়ি এবং টাকা খরচ কমবে। কিন্তু এর একটি অমূল্য বিনিময় মূল্য আছে। সেটি হলো মান কমবে এবং সমন্বিত দুর্নীতি ঢুকার সুযোগ আছে। এ রকম একটি বিশাল কর্মযজ্ঞ সুচারুরূপে করার মতো যোগ্য মানুষ উপরের লেভেলে নেই। একদম নেই। এইটা শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার অবস্থা হবে। সর্বনাশ হয়ে যাবে বলে দিচ্ছি কিন্তু। শিক্ষায় মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো প্রকার দয়া-মায়া, টাকাপয়সা ইত্যাদির দিকে তাকানোর কোনো সুযোগ নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়