শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ উইকেটে হার দিয়ে পাকিস্তান সফর শুরু হলো বাংলাদেশের

এল আর বাদল : নিরাপত্তা শঙ্কায় সিরিজ নিয়ে অনিশ্চয়তা, নানা টানাপোড়েন আর ঘটনাবহুল সব অধ্যায়ের পর অবশেষে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানে শুরু হলো মাঠের ক্রিকেট। ২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে লাল-সবুজের দল।

তবে সফরের শুরুটা ভালো হলো না মাহমুদউল্লাহদের। সিরিজের প্রথম ম্যাচেই ধাক্কা। স্বাগতিকদের কাছে হারলো ৫ উইকেটে। তবে এতোটা সহজ হারের প্রত্যাশা ছিলো না বাংলাদেশি ভক্তদের। মাহমুদউল্লাহ-তামিমরা সবশেষ সিরিজে জিততে না পারলেও ভারতকে তাদেরই মাটিতে কাঁপিয়ে দিয়েছিলো বাংলাদেশ। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের প্রত্যাশা করতেই পারে দেশবাসি।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেও সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। সবশেষ ৯ ম্যাচের আটটিতেই হেরেছে তারা। এই অবস্থায় টাইগারদের ভালো সময় আর বাবর আজমদের বাজে সময় মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা নিয়ে মাঠে নামে মাহমুদউল্লাহর দল।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানি বোলারদের সামনে কোনো ব্যাটসম্যানই ব্যাটিংদানব হয়ে দাড়াতে পারেননি। নাঈম শেখই সর্বোচ্চ ৪৩ রান করেন বাংলাদেশের পক্ষে। ইনিংসের সমাপ্তি ঘটে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে।

আরেকটু প্রত্যয়ী হলে রানের বহরটা বাড়াতে পারতো টাইগাররা। কিন্তু গা ঝাড়া দেননি তামিম ইকবাল। শুরুতে কয়েকটি বড় শট খেলা মোহাম্মদ নাঈম শেখও যেন গুটিয়ে নিয়েছেন নিজেকে। বাকিরা তো পাক বোলারদের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ পাননি। নাঈম ৪৩ আর তামিম ৩৯ রান করে মাঠ ছাড়েন।

টাইগারদের জবাব দিতে নেমে খুব একটা ঘাম ঝড়াতে হয়নি স্বাগতিকদের। সাড়ে ১৯ ওভারেই ৫ উইকেট হাতে রেখে ১৪২ রান তুলে পৌঁছে যায় জয়ের বন্দরে। তবে লড়াইটা আরো হাড্ডা হাড্ডি হতে পারতো, যদি দু’দুটি ক্যাচ না ফেলতো বাংলাদেশ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়