শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণ, থানায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে ভিডিও ধারন করার অপরাধে ওই গৃহবধূর স্বামী থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার গৃহবধূর স্বামীর দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে সদর থানা পুলিশ।

পুলিশ জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নামুড়ি গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে জীবন কুমার রায় সুমন (২৫) তার প্রতিবেশি এক গৃহবধূকে প্রায় সময় উক্ত্যাক্ত করেন। বিষয়টি সুমনের পরিবারকে একাধিক বার নিষেধ করলেও তার আচরণের পরিবর্তন হয়নি। গত ১৭ জানুয়ারি ওই গৃহবধুর স্বামী বগুড়ায় আত্মীয়’র বাড়িতে বেড়াতে গেলে গৃহবধূ ৬ মাসের এক সন্তানসহ বাড়িতে একা থাকেন।

এ সুযোগে ওই দিন মধ্যরাতে লম্পট জীবন কুমার রায় সুমন কয়েকজন সহযোগিসহ ঘরের বেড়া খুলে গৃহবধুর ঘরে প্রবেশ করে। গৃহবধু চিৎকার করলে সহযোগীরা তার মুখ চেপে ধরে এবং সুমন গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সহযোগিরা বিবস্ত্র গৃহবধুর ভিডিও ধারণ করেন। গৃহবধূ কৌশলে মুখ খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা এলে লম্পট সুমন সহযোগিদের নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধুর স্বামী লালমনিরহাট সদর থানায় লম্পট জীবন কুমার রায় সুমনসহ ৪জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে তদন্ত করে শুক্রবার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা ভিডিওটি জব্দ করতে পারেনি।

লালমনিরহাট সদর থানা ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধুর স্বামীর এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়