খালিদ আহমেদ : তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার আদালতে জমা দেয়া ফাইনাল রিপোর্টে বলা হয়েছে, মূলত ভীতি সঞ্চারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেই ‘অস্ত্র ও বোমা’ কাÐ ঘটান পলাশ।
৭৯ জনের বক্তব্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা গেছে, পলাশ একাই এই ছিনতাই চেষ্টা করেছিলেন। ঘটনার দিনই কমান্ডো অপারেশনে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহত দেয়া হয়েছে। ২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টা ১৩ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ উড্ডয়নের ১৫ মিনিট পর পলাশ আহমেদ বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন।
ওই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে জরুরি অবতরণ করান পাইলট। মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সম্পাদনা : সিরাজুল ইসলাম