শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতো একা হও, দহন সও, হতাশ হয়ে যেখানেই যাও, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তির কাছে নয়

 

পীর হাবিবুর রহমান : একজন মানুষ একা হয়ে যেতে পারে। একজন মানুষের মূল্যায়ন নাও হতে পারে। তার আশা-স্বপ্ন পূরণ নাও হতে পারে। কিন্তু একজন মানুষের তার নিজের আদর্শের প্রতি গভীর বিশ্বাস-আস্থা নিয়ে অন্তহীন বেদনায় দগ্ধ হয়েও অবিচল থাকা চাই। কতো মহান স্বাধীনতা সংগ্রামী, কতো কতো জাতীয় বীর আর মহান মানুষদের যখন দেখি এ দেশ, সমাজ রাজনীতি তার প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি দেয় না তখন নিজের কোনো বেদনা, হতাশা দূরে থাক, ভাবি শোকরিয়া। আত্মমর্যাদা ও আমার আদর্শবোধ নিয়ে ভালো আছি আমি। কবি আল মাহমুদের মতো শক্তিমান সাহিত্যিক বরেণ্য কবি মুক্তিযুদ্ধ করেছেন।

হয়তো হতাশা, না পাওয়ার দহন, জেদ বা দারিদ্র্য তাকে একাত্তরের পরাজিত হানাদার বাহিনীর দোসর জামায়াতের ঘরে প্রবেশ করিয়েছিলো। এতে তার এতো কীর্তি এতো জনপ্রিয়তায় ধসই নামেনি, মানুষের শ্রদ্ধাই শেষ হয়নি, নিজেকেও গ্লানি নিয়ে মরতে হয়েছে। অবস্থা এমন, আল মাহমুদের কবিতা ভালোবাসি তাকে নয়। অতএব, হতাশা বেদনা না পাবার যন্ত্রণায় এমন কোথাও যাও, যেখানে তুমি তোমার ও পূর্বসূরিদের বীরত্বের জয়গান গাইতে পারো। মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করতে পারো। কিন্তু একাত্তরের পরাজিত হানাদার বাহিনীর দোসর ও সাম্প্রাদায়িক শক্তির ঘরে নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়