শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতো একা হও, দহন সও, হতাশ হয়ে যেখানেই যাও, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তির কাছে নয়

 

পীর হাবিবুর রহমান : একজন মানুষ একা হয়ে যেতে পারে। একজন মানুষের মূল্যায়ন নাও হতে পারে। তার আশা-স্বপ্ন পূরণ নাও হতে পারে। কিন্তু একজন মানুষের তার নিজের আদর্শের প্রতি গভীর বিশ্বাস-আস্থা নিয়ে অন্তহীন বেদনায় দগ্ধ হয়েও অবিচল থাকা চাই। কতো মহান স্বাধীনতা সংগ্রামী, কতো কতো জাতীয় বীর আর মহান মানুষদের যখন দেখি এ দেশ, সমাজ রাজনীতি তার প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি দেয় না তখন নিজের কোনো বেদনা, হতাশা দূরে থাক, ভাবি শোকরিয়া। আত্মমর্যাদা ও আমার আদর্শবোধ নিয়ে ভালো আছি আমি। কবি আল মাহমুদের মতো শক্তিমান সাহিত্যিক বরেণ্য কবি মুক্তিযুদ্ধ করেছেন।

হয়তো হতাশা, না পাওয়ার দহন, জেদ বা দারিদ্র্য তাকে একাত্তরের পরাজিত হানাদার বাহিনীর দোসর জামায়াতের ঘরে প্রবেশ করিয়েছিলো। এতে তার এতো কীর্তি এতো জনপ্রিয়তায় ধসই নামেনি, মানুষের শ্রদ্ধাই শেষ হয়নি, নিজেকেও গ্লানি নিয়ে মরতে হয়েছে। অবস্থা এমন, আল মাহমুদের কবিতা ভালোবাসি তাকে নয়। অতএব, হতাশা বেদনা না পাবার যন্ত্রণায় এমন কোথাও যাও, যেখানে তুমি তোমার ও পূর্বসূরিদের বীরত্বের জয়গান গাইতে পারো। মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করতে পারো। কিন্তু একাত্তরের পরাজিত হানাদার বাহিনীর দোসর ও সাম্প্রাদায়িক শক্তির ঘরে নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়