শিরোনাম
◈ শেখ হাসিনার রায় নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া ◈ শেরপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি ◈ কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা ◈ পল্লবী‌তে দোকানে ঢুকে থানা যুবদল নেতা কিব‌রিয়া‌কে গুলি করে হত্যা  ◈ যেই দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন তাজুল ইসলাম (ভিডিও) ◈ গোপালগঞ্জে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির ◈ হাসিনা রায়ের খুশিতে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু ◈ হাসিনা রায়ের পর ভাইরাল ভিডিও নিয়ে হুম্মাম: ‘বাবা বলেছিলেন, পুরো দেশেরও একই বিশ্বাস ছিল’ ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরৎ দিবে ভারত? কী আছে চুক্তিতে ◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতো একা হও, দহন সও, হতাশ হয়ে যেখানেই যাও, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তির কাছে নয়

 

পীর হাবিবুর রহমান : একজন মানুষ একা হয়ে যেতে পারে। একজন মানুষের মূল্যায়ন নাও হতে পারে। তার আশা-স্বপ্ন পূরণ নাও হতে পারে। কিন্তু একজন মানুষের তার নিজের আদর্শের প্রতি গভীর বিশ্বাস-আস্থা নিয়ে অন্তহীন বেদনায় দগ্ধ হয়েও অবিচল থাকা চাই। কতো মহান স্বাধীনতা সংগ্রামী, কতো কতো জাতীয় বীর আর মহান মানুষদের যখন দেখি এ দেশ, সমাজ রাজনীতি তার প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি দেয় না তখন নিজের কোনো বেদনা, হতাশা দূরে থাক, ভাবি শোকরিয়া। আত্মমর্যাদা ও আমার আদর্শবোধ নিয়ে ভালো আছি আমি। কবি আল মাহমুদের মতো শক্তিমান সাহিত্যিক বরেণ্য কবি মুক্তিযুদ্ধ করেছেন।

হয়তো হতাশা, না পাওয়ার দহন, জেদ বা দারিদ্র্য তাকে একাত্তরের পরাজিত হানাদার বাহিনীর দোসর জামায়াতের ঘরে প্রবেশ করিয়েছিলো। এতে তার এতো কীর্তি এতো জনপ্রিয়তায় ধসই নামেনি, মানুষের শ্রদ্ধাই শেষ হয়নি, নিজেকেও গ্লানি নিয়ে মরতে হয়েছে। অবস্থা এমন, আল মাহমুদের কবিতা ভালোবাসি তাকে নয়। অতএব, হতাশা বেদনা না পাবার যন্ত্রণায় এমন কোথাও যাও, যেখানে তুমি তোমার ও পূর্বসূরিদের বীরত্বের জয়গান গাইতে পারো। মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করতে পারো। কিন্তু একাত্তরের পরাজিত হানাদার বাহিনীর দোসর ও সাম্প্রাদায়িক শক্তির ঘরে নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়