শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিথি হয়ে এসেছেন ঠিকই, কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিছুই জানেন না জুলিও সিজার

স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় এসেছেন ব্রাজিলের তারকা গোলরক্ষক জুলিও সিজার। প্রথমবারের মতো বাংলাদেশে এসেই তিন বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্ট সামলানো সিজার সিক্ত হয়েছেন নতুন দেশের আতিথেয়তায়। জাতির পিতার নামে ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়ে কৃতজ্ঞতাও জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে।

বাংলাদেশে এসে নিজের ভালোলাগার কথাগুলো বলেন ব্রাজিলের জার্সিতে ৮৭ ম্যাচ খেলা এই গোলরক্ষক। সিজার বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবেই আনন্দিত। ধন্যবাদ জানাতে চাই ফিফা ও বাফুফেকে। জাতির পিতাকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে) উৎসর্গ করে আয়োজিত এমন একটি টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।’

উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে অবশ্য ব্রাজিলের জার্সিতে দুই কনফেডারেশন, একটি কোপা ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জেতা এই ফুটবলার এ-ও জানালেন, বাংলাদেশ সম্পর্কে তেমন কিছুই জানা নেই তার। দেশের ফুটবল ও সংস্কৃতি সম্পর্কে জানতে মুখিয়ে আছেন তিনি। সিজার বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে কিছুই জানি না। তবে এই দুই দিনে এখানকার ফুটবল সম্পর্কে জানার চেষ্টা করব।’

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভেচ্ছাদূত হয়ে ঢাকায় এসেছেন সিজার। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ও বুরুন্ডির সেমিফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখেন এই ব্রাজিল তারকা। এর আগে ওই সকালে দিনের শুরুতেই ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়