শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিথি হয়ে এসেছেন ঠিকই, কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিছুই জানেন না জুলিও সিজার

স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় এসেছেন ব্রাজিলের তারকা গোলরক্ষক জুলিও সিজার। প্রথমবারের মতো বাংলাদেশে এসেই তিন বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্ট সামলানো সিজার সিক্ত হয়েছেন নতুন দেশের আতিথেয়তায়। জাতির পিতার নামে ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়ে কৃতজ্ঞতাও জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে।

বাংলাদেশে এসে নিজের ভালোলাগার কথাগুলো বলেন ব্রাজিলের জার্সিতে ৮৭ ম্যাচ খেলা এই গোলরক্ষক। সিজার বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবেই আনন্দিত। ধন্যবাদ জানাতে চাই ফিফা ও বাফুফেকে। জাতির পিতাকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে) উৎসর্গ করে আয়োজিত এমন একটি টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।’

উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে অবশ্য ব্রাজিলের জার্সিতে দুই কনফেডারেশন, একটি কোপা ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জেতা এই ফুটবলার এ-ও জানালেন, বাংলাদেশ সম্পর্কে তেমন কিছুই জানা নেই তার। দেশের ফুটবল ও সংস্কৃতি সম্পর্কে জানতে মুখিয়ে আছেন তিনি। সিজার বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে কিছুই জানি না। তবে এই দুই দিনে এখানকার ফুটবল সম্পর্কে জানার চেষ্টা করব।’

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভেচ্ছাদূত হয়ে ঢাকায় এসেছেন সিজার। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ও বুরুন্ডির সেমিফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখেন এই ব্রাজিল তারকা। এর আগে ওই সকালে দিনের শুরুতেই ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়