শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাংলাদেশের চ্যানেলে সম্প্রচার নিয়ে শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এই সিরিজ সম্প্রচারে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ দলের খেলা হলে গাজী টিভির (জি টিভি) সাথে সাধারণত বাংলাদেশ টেলিভিশন এবং মাছরাঙ্গা টেলিভিশন সেই খেলাগুলা সরাসরি সম্প্রচার করে। তবে এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ স্থানীয় কোনো চ্যানেল দেখাবে বলে জানা যায়নি। শেষপর্যন্ত কোনো চ্যানেলে সমর্থকেরা খেলা দেখতে পারবেন কিনা সেটাও নিশ্চিত না।

মূলত সমস্যাটা তৈরি হয়েছে এই সিরিজের টেলিভিশন স্বত্ব নিয়ে। জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় কোম্পানি সনি স্পোর্টস নেটওয়ার্ক। সনি নিজেরা সব ম্যাচ সম্প্রচার করলেও তাদের স্বত্ব বিক্রি করে দিয়েছে ভারতীয় আরেক প্রতিষ্ঠানের কাছে। আর এখানেই সৃষ্টি হয়েছে জটিলতা।

তুলনামূলক উচ্চমূল্য আর অর্থ বিনিময়ের স্বচ্ছতা বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা থাকার ফলে ভারতীয় ওই মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে রাজি নয় বাংলাদেশি চ্যানেলগুলো।  ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাংলাদেশি চ্যানেলে সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

তবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার নিয়ে শঙ্কা থাকলেও দেশের বাইরের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশি সমর্থকেরা। যেখানে পিটিভি, সনি সিক্স, টেন স্পোর্টস, হটস্টার ইউএস চ্যানেল, ফ্লো স্পোর্টস ২, বিটি স্পোর্টস, হটস্টার কানাডা, ফক্স স্পোর্টস, ও ইভেন্ট স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়