শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাংলাদেশের চ্যানেলে সম্প্রচার নিয়ে শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এই সিরিজ সম্প্রচারে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ দলের খেলা হলে গাজী টিভির (জি টিভি) সাথে সাধারণত বাংলাদেশ টেলিভিশন এবং মাছরাঙ্গা টেলিভিশন সেই খেলাগুলা সরাসরি সম্প্রচার করে। তবে এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ স্থানীয় কোনো চ্যানেল দেখাবে বলে জানা যায়নি। শেষপর্যন্ত কোনো চ্যানেলে সমর্থকেরা খেলা দেখতে পারবেন কিনা সেটাও নিশ্চিত না।

মূলত সমস্যাটা তৈরি হয়েছে এই সিরিজের টেলিভিশন স্বত্ব নিয়ে। জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় কোম্পানি সনি স্পোর্টস নেটওয়ার্ক। সনি নিজেরা সব ম্যাচ সম্প্রচার করলেও তাদের স্বত্ব বিক্রি করে দিয়েছে ভারতীয় আরেক প্রতিষ্ঠানের কাছে। আর এখানেই সৃষ্টি হয়েছে জটিলতা।

তুলনামূলক উচ্চমূল্য আর অর্থ বিনিময়ের স্বচ্ছতা বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা থাকার ফলে ভারতীয় ওই মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে রাজি নয় বাংলাদেশি চ্যানেলগুলো।  ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাংলাদেশি চ্যানেলে সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

তবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার নিয়ে শঙ্কা থাকলেও দেশের বাইরের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশি সমর্থকেরা। যেখানে পিটিভি, সনি সিক্স, টেন স্পোর্টস, হটস্টার ইউএস চ্যানেল, ফ্লো স্পোর্টস ২, বিটি স্পোর্টস, হটস্টার কানাডা, ফক্স স্পোর্টস, ও ইভেন্ট স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়