শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাংলাদেশের চ্যানেলে সম্প্রচার নিয়ে শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এই সিরিজ সম্প্রচারে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ দলের খেলা হলে গাজী টিভির (জি টিভি) সাথে সাধারণত বাংলাদেশ টেলিভিশন এবং মাছরাঙ্গা টেলিভিশন সেই খেলাগুলা সরাসরি সম্প্রচার করে। তবে এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ স্থানীয় কোনো চ্যানেল দেখাবে বলে জানা যায়নি। শেষপর্যন্ত কোনো চ্যানেলে সমর্থকেরা খেলা দেখতে পারবেন কিনা সেটাও নিশ্চিত না।

মূলত সমস্যাটা তৈরি হয়েছে এই সিরিজের টেলিভিশন স্বত্ব নিয়ে। জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় কোম্পানি সনি স্পোর্টস নেটওয়ার্ক। সনি নিজেরা সব ম্যাচ সম্প্রচার করলেও তাদের স্বত্ব বিক্রি করে দিয়েছে ভারতীয় আরেক প্রতিষ্ঠানের কাছে। আর এখানেই সৃষ্টি হয়েছে জটিলতা।

তুলনামূলক উচ্চমূল্য আর অর্থ বিনিময়ের স্বচ্ছতা বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা থাকার ফলে ভারতীয় ওই মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে রাজি নয় বাংলাদেশি চ্যানেলগুলো।  ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাংলাদেশি চ্যানেলে সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

তবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার নিয়ে শঙ্কা থাকলেও দেশের বাইরের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশি সমর্থকেরা। যেখানে পিটিভি, সনি সিক্স, টেন স্পোর্টস, হটস্টার ইউএস চ্যানেল, ফ্লো স্পোর্টস ২, বিটি স্পোর্টস, হটস্টার কানাডা, ফক্স স্পোর্টস, ও ইভেন্ট স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়