শিরোনাম
◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়? ◈ টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সাংবাদিকতার দুরবস্থার উপর কি কোনো আলোচনা-সমালোচনা আছে?

 

মহিউদ্দিন আহেমদ : বাংলাদেশের সাংবাদিকতার দুরবস্থার উপর কী কোনো আলোচনা-সমালোচনা আছে? প্রথম আলো এবং ডেইলি স্টারকে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ দুটি দৈনিক পত্রিকার মর্যাদা দিয়ে থাকি। এই পত্রিকা দুটিতে দেশের বিশিষ্টজনরা লেখা দিয়ে থাকেন। কিন্তু শুনেছি এই দুটি পত্রিকাকে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেয়া হয় না। আমি ভাবি, প্রধানমন্ত্রী তাহলে দেশের প্রকৃত অবস্থা কোন সোর্স থেকে জেনে থাকেন? দেশের গোয়েন্দা সংস্থাগুলো থেকে? তওবা। ২১ আগস্টের গ্রেনেড হামলায় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। তারপরও শেখ হাসিনার পরম বিশ্বাস এখনো তাদের উপর। আর এর বিপরীতে দেশের বিভিন্ন ইস্যুতে তাদের সিদ্বান্তই চূডান্ত।

পত্রিকা অফিসে মালিক পক্ষ এবং সাংবাদিকদের মধ্যে চরম বিবাদ, কিন্তু শুনেছি এখানেও গোয়েন্দা সংস্থাকে ডাকা হয়, তারা যার পক্ষ নেয়, সেই পক্ষ বিজয়ী হয়। আমি প্রতিদিন দশ-বারোটি দৈনিক পত্রিকা পডার চেষ্টা করি। এর মধ্যে কয়েকটি পডি, পত্রিকার মধ্যে কী পরিমাণ আবর্জনা, গার্বেজ আছে, তা দেখার জন্য। প্রথম আলো, ডেইলি স্টার এতো উন্নত মানের দুটো পত্রিকা, কিন্তু পত্রিকা দুটি দুনিয়ার এতো সব বিষয়ের উপর রাউন্ড-টেবিল করে, কিন্তু পত্রিকার পাঠকরা কি পড়তে চায়, সেই বিষয়ের উপর কোনোদিন একটি রাউন্ড-টেবিল করেনি, করে না। আমরা সিএনএনএ দেখি হোয়াইট হাউজের প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিএনএন প্রতিনিধির বাহাস। আর তার বিপরীতে আমাদের প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে সিনিয়র সাংবাদিক গোলাম সরোয়ারের বন্দনা। আর এই গোলাম সরোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী কী গাম্ভীর্যের সঙ্গে উদযাপন করলো আমাদের অন্য সব সম্পাদকরা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়