আসিফুজ্জামান পৃথিল : দাভোসে অর্থনৈতিক সম্মেলন শেষে ওয়াশিংটর ফেরার আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চান, অভিশংসন প্রক্রিয়া দির্ঘায়িত হোক। সুযোগ থাকলে তিনি বর্তমান ও সাবেক সব প্রশাসনিক কর্মকর্তাকে দিয়ে স্বাক্ষী দেয়াতেন। তবে যারা বর্তমানে স্বাক্ষী দিচ্ছেন তারা জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। নিই ইয়র্ক টাইমস, ডেভডিকোর্স
একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, কিভাবে এই বিচার সামলাতে হবে সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নেবে সিনেট। তবে তিনি চান সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর স্বাক্ষ্যও গ্রহণ করা হোক।
হাউজ জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাদলারের তীব্র ভাষায় সমালোচনা করেন ট্রাম্প। তার মতে এই নিউইয়র্কর কংগ্রেসম্যান একটি গালির বস্তা।
আমি চলে যাবো। এটি খারাপ হবে না। আমি এরপর সামনের সাড়িতে বসে মজা দেখবো আর দূর্নীতিপরায়ণ চেহারাগুলোর দিকে তাকিয়ে থাকবো। এটি করতে আমার খুবই ভালো লাগবে।