স্পোর্টস ডেস্ক : জর্ডান অনেক বড় দল। কাগজে কলমে তারা অনেক শক্তিশালীও। তারপরেও বাংলাদেশের মেয়েরা দেখাল ভিন্ন কিছু। ছন্দ, গতি আর নান্দনিকতার মিশেলে নজর কাড়লেন, লিড আদায় করলেন শুরুতেই। যদিও শেষ সময়ে সমতায় ফেরে স্বাগতিকরা।
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয়েছে ১-১ ব্যবধানে।
সুরভী আকন্দ প্রীতি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর জর্ডানকে সমতায় ফেরান মিরা জাররা।