শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, বললেন তাবিথ আউয়াল

সানজিদা আক্তার : বিএনপির ঢাকা উওরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আমাকে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে নাগরিক টিভির বিশেষ আলোচনা 'বলা না বলা' শীর্ষক টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
টকশোতে আরো অংশ নেন বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ। টকশো সঞ্চলনা করেন নাজমুল আশরাফ।
এসময় তিনি আরো বলেন, আমার উপর এ হামলা হওয়ার ছয় দিন আগে ১০নং ওয়ার্ডে যাওয়ার সময় একটি বড় মিছিল এসে আমাকে বাধা দেয়। গতকাল সকালে আমি যখন ৯নং ওয়ার্ডে যাই তখন আমার উপর পেছন দিক থেকে হামলা চালানো হয়।
হামলাকারীদের প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, আমি কোথাও গেলে আগেই প্রশাসনসহ নেতা-কর্মীদের জানিয়ে যাই। যার ফলে তারা বিষয়টা জানতে পেরে হামলা চালায়। এসময় আ.লীগের কাউন্সিলর প্রার্থী নিজে আমার উপর হামলা চালায়। তবে নির্বাচনে অংশগ্রহণ করলে হামলা হবে জানতাম কিন্তু সেজন্য এইভাবে মাথা টার্গেট করে সেটা জানতাম না।

এসয় তিনি আরো বলেন, আমার উপর দুই দুইবার হামলা করেন তারা। এ সময় পুলিশ না থাকলে আমার কি অবস্থা হতো সেটা আল্লাহ ভালো জানে। আ.লীগের কাউন্সিলর প্রার্থী কেন আপনার উপর হামলা চালাবে? এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, হয়তো উপরের নির্দেশ ছিল কিংবা আমার প্রতিপক্ষ প্রার্থী কৌশলগতভাবে এগুলো করাচ্ছে।

এ বিষয়ে আপনি কাকে দায়ী করবেন এ প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন কমিশন একটু দায়িত্বশীল হলে এরকম ঘটনা হওয়ার সুযোগ থাকতো না। আমি যতবার অভিযোগ করেছি নির্বাচন কমিশন নিশচুব রয়েছে। আমার প্রতিপক্ষ আ.লীগের প্রার্থী প্রতিবার হামলার কথা অস্বীকার করেছে। এ কাজটা নির্বাচন কমিশনের বার্তার জন্যই পেরেছেন। নির্বাচন কমিশন সবসময় নিশ্চুপ থাকেন বলে তারা এতো উসকানি পায়।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয় নির্বাচন কমিশনের তাৎক্ষণিক অভিযোগ দাখিল করেছি। নির্বাচনের মাঝপথে থেমে যাওয়া প্রসঙ্গে তাবিথ বলেন, সকল রকম হামলা-মামলার কথা জেনেই নির্বাচনে নেমেছি। তাছাড়া জনগণের কাছ থেকে আমি যে সাড়া পেয়েছি তাতে আমার জয় নিশ্চিত তাহলে আমি কেন সরে দাঁড়াবো। আনিসুল হকের সময়ে আমি নির্বাচন করেছে তখন তো আমার উপর হামলা হয় নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়