স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা জুড়ে আবারো তীব্র শীত জেঁকে বসেছে। বুধবার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ৭.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালের বাতাসের সাথে বইছে হিমেল হাওয়া। মাঘ মাসের তীব্র শীতে জেলায় চা বাগানসহ গোটা জেলার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস থেকে জানা গেছে, মেঘলা আকাশ ও ঘন কুয়াশা কেটে যাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত প্রবাহ বইছে। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েক দিন বিরাজ করবে।
প্রতিবছরই শীত মৌসুমের শেষে এসে মৌলভীবাজার অঞ্চলের তাপমাত্রা কমতে থাকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ ধরণের শীত বিরাজ করে।
শীতের কন কনে ও হিমেল হাওয়ার কারণে দিন ও রাতে খড়খুটো জ্বালিয়ে চা শ্রমিক ও সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে চা বাগান ও হাওর অঞ্চলের নিম্ন আয়ের মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সম্পাদনা:জেরিন