শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সঠিক নয়

ইয়াসিন আরাফাত : জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। পার্সটুডে

তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরাক অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ধ্বংসাত্মক ফলাফল বর্ণনা করেন। তবে এই নীতির ফলে ইরান যে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সে বিষয়ে হুকদের কোনো মাথাব্যথা নেই।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী ৩ ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে।

সম্প্রতি ব্রায়ান হুক স্বীকার করেছেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকেও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলো ওয়াশিংটন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ গত সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়া হলে তেহরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে বাধ্য হবে।সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়