ইয়াসিন আরাফাত : তেহরান সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেয়াযার সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন সরকার দেশগুলোর বিরুদ্ধে যে অবৈধ নিষেধাজ্ঞাসহ চাপ সৃষ্টি ও ষড়যন্ত্র করছে প্রকৃতপক্ষে সেটি মানবতাবিরোধী অপরাধ। মার্কিন এই ষড়যন্ত্র মোকাবেলার মৌলিক উপায় হচ্ছে প্রতিরোধ। পার্সটুডে
রুহানি বলেন, নিঃসন্দেহে স্বাধীনতাকামী জাতিগুলো মার্কিন এই চাপ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যেসব জাতি মার্কিন এই চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তারা নিঃসন্দেহে এই লড়াইয়ে বিজয়ী হবে এবং আমেরিকাকে অনুতপ্ত হতে হবে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, বর্তমান মার্কিন প্রশাসন স্বাধীনচেতা জাতি ও সরকারগুলোর বিরুদ্ধে কাজ করছে এবং বিশ্বে তারা ইহুদিবাদী ইসরাইলের নীতি বাস্তবায়নকারী শক্তিতে পরিণত হয়েছে। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট দু'দেশের মধ্যকার সম্পর্কের প্রশংসা করে তিনি বন্ধুপ্রতিম ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক আরো বাড়ানোর ক্ষেত্রে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন। সম্পাদনা : মাজহারুল ইসলাম