রাজু চৌধুরী, চট্টগ্রাম- বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট এলাকায় লাইটার জাহাজে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে লাবনী লাইটারেজ নামে একটি জাহাজে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, কর্ণফুলী থানার পশ্চিম চরলক্ষ্যা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মোজাম্মেল (২১), সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মোহাম্মদ আলীর ছেলে হায়দার আলী (২৫), একই থানার পূর্ব মাদারবাড়ি জামাল মাঝির বাড়ির মো.হানিফের ছেলে মোহাম্মদ এরশাদ (২৪)। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সম্পাদনা : তন্নীমা আক্তার