শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ইন্টারপোল প্রধান মেং হংয়েকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিলো চীনা আদালত

আপেল মাহমুদ : মঙ্গলবার উত্তর চীনের তিয়ানজিন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট ইন্টারপোলের প্রাক্তন প্রধান ও চীনের সাবেক জননিরাপত্তা মন্ত্রী মেং হংয়েকে এই সাজা দেন বলে নিশ্চিত করেছেন চীনের স্থানীয় সংবাদমাধ্যম। তাকে দুই মিলিয়ন ইউয়ান জরিমানাও করা হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, মেং হংয়েকের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে কোন আপিল করেনি এবং আপিল করার ইচ্ছাও প্রকাশ করেননি। মেং হংয়েকের বিরুদ্ধে দুর্নীতি ও তাঁর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। তদন্তকারীদের তথ্যমতে, অফিসে থাকাকালীন তিনি ১৫ মিলিয়ন ইউয়ান ঘূষ নিয়েছিলেন।

২০১৮ সালের ৭ অক্টোবর মেং হংয়েককে গ্রেফতার করা হয়। সাবেক ইন্টারপোল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তাঁর সাজা হয়।

২০১৯ সালের মার্চ মাসে চীনা কমিউনিস্ট পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়, তাকে সমস্ত সরকারি পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। ২৪ এপ্রিল ২০১৯ চীনের সুপ্রিম পিপলস প্রসিকিউটর অফিস থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন তেকেই তিনি পুলিশের হেফাজতে ছিলেন।

২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই চীনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। দুর্নীতি বিরোধী অভিযানে সাধারণ কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ-পদস্থ সরকারি অফিসারদের সকলকেই আইনের আওতায় আনা হয়। দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত অনেককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক দুর্নীতিগ্রস্তদের নানান মেয়াদে সাজা দিয়ে ইতোমধ্যে কারাগাওে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : সিরাজুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়