শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ইন্টারপোল প্রধান মেং হংয়েকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিলো চীনা আদালত

আপেল মাহমুদ : মঙ্গলবার উত্তর চীনের তিয়ানজিন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট ইন্টারপোলের প্রাক্তন প্রধান ও চীনের সাবেক জননিরাপত্তা মন্ত্রী মেং হংয়েকে এই সাজা দেন বলে নিশ্চিত করেছেন চীনের স্থানীয় সংবাদমাধ্যম। তাকে দুই মিলিয়ন ইউয়ান জরিমানাও করা হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, মেং হংয়েকের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে কোন আপিল করেনি এবং আপিল করার ইচ্ছাও প্রকাশ করেননি। মেং হংয়েকের বিরুদ্ধে দুর্নীতি ও তাঁর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। তদন্তকারীদের তথ্যমতে, অফিসে থাকাকালীন তিনি ১৫ মিলিয়ন ইউয়ান ঘূষ নিয়েছিলেন।

২০১৮ সালের ৭ অক্টোবর মেং হংয়েককে গ্রেফতার করা হয়। সাবেক ইন্টারপোল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তাঁর সাজা হয়।

২০১৯ সালের মার্চ মাসে চীনা কমিউনিস্ট পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়, তাকে সমস্ত সরকারি পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। ২৪ এপ্রিল ২০১৯ চীনের সুপ্রিম পিপলস প্রসিকিউটর অফিস থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন তেকেই তিনি পুলিশের হেফাজতে ছিলেন।

২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই চীনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। দুর্নীতি বিরোধী অভিযানে সাধারণ কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ-পদস্থ সরকারি অফিসারদের সকলকেই আইনের আওতায় আনা হয়। দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত অনেককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক দুর্নীতিগ্রস্তদের নানান মেয়াদে সাজা দিয়ে ইতোমধ্যে কারাগাওে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : সিরাজুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়