সুজন কৈরী: রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিয়ান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব-১০।
মঙ্গলবার র্যাব-১০ জানিয়েছে, সোমবার রাতে ব্যাটালিয়নের সিপিএসসির কোম্পানি কমান্ডার উপ পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ডেমরার পূর্ব বক্স নগর এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দাম হোসেন (২২), আল আমিন (২৬) ও মোহন (১৯) নামের ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩ টি ধারালো ফোল্ডিং চাকু, ২টি ব্লেড ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এছাড়া ব্যাটালিয়নের একই দল নারায়নগঞ্জের বন্দরের পশ্চিম ফুলহর এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (২৮), রিনা বেগম (২২) ও আবুল বাশার ওরফে বাদশা (২৮) নামের ৩ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে ২টি ধারালো চাকু, ১টি কাটার, ১টি স্ক্রু-ড্রাইভার, ১ কৌটা মলম, নগদ ৯০০ টাকা ও ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।