মেহেরুবা শহীদ : রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় সেভেন কিংস অঞ্চলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, রাস্তায় শিখ সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় একজন বলেন, আমি তোমাকে মেরে ফেলবো। এর উত্তরে অপর জন বলেন, মেরে ফেলো। এরপর ছুরি হাতে একে অপরকে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। দুই জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নেয়ার আগেই মারা যায় তারা।
সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহত তিনজনের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছর। সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সংঘর্ষকারীদের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিলো। সম্পাদনা : সিরাজুল ইসলাম