শিরোনাম
◈ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ◈ এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর (ভিডিও) ◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৬

ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে: পূর্ব শত্রুতার জের ধরে শনিবার (১৮ জানুয়ারি) বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজ এ স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতা কর্মীরা দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী সাহেদ (৩৮) নামের একজন নিহত হয়েছে।

একই উপজেলার কয়েকজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। গতকাল রাত থেকে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পর্তুগাল পুলিশ অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাসী চালিয়ে অলিউর রহমানের দুই ছেলেকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দেশের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা।ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত উভয় পক্ষ গা ঢাকা দিয়েছে।

উক্ত ঘটনায় বাঙ্গালী পাড়ায় গোয়েন্দা নজরদারী ও পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পর্তুগীজ অধিবাসীদের মধ্যে বাঙ্গালী কমিউনিটির এই ঘটনায় বিরূপ প্রভাব সৃষ্টি করছে। যা পরবর্তীতে প্রবাসী বান্ধব পর্তুগাল বাঙ্গালী অভিবাসী প্রত্যাশীদের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই ঘটনার সংবাদ পর্তুগালের টেলিভিশন ও সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এহেন ঘটনায় সাধারণ বাঙ্গালী কমিউনিটিতে আতংক বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়