সিরাজুল ইসলাম : দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রোববার একটি সুরঙ্গ দিয়ে তারা পালিয়ে যান। সিএনএন
পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বেশির ভাগই ব্রাজিলিয়ান। তারা পিসিসি (দ্য প্রিমেইরো কমান্ডো ডা ক্যাপিটাল বা দ্য ফাস্ট ক্যাপিটাল কমান্ড) নামে পরিচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ুকলিডেস এসেভেডো পালিয়ে যাওয়া ব্যক্তিদের ‘উচ্চমাত্রার বিপদজনক’ বন্দি আখ্যায়িত করে বলেন, তাদের অনেকেই এরই মধ্যে পালিয়ে ব্রাজিলে পৌঁছে গেছেন। ব্রাজিল সীমান্তের কাছে পেডরো জুয়ান কাবেলোরো শহরের ওই জেলখানায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
পিসিসি ব্রাজিলের সব চেয়ে সংঘবদ্ধ অপরাধী চক্র বলে জানিয়েছে ইনসাইট ক্রাইম। এ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রে অপরাধ নিয়ে গবেষণা করে। চক্রটি আন্তর্জাতিক এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অপরাধ করে থাকে বলে তারা জানিয়েছে।