আল আমিন ভূঁইয়া : চলমান মাদকবিরোধী অভিযানে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানাসহ গোয়েন্দা বিভাগ।
এসময়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৮.৫ গ্রাম ৭১ পুরিয়া হেরোইন, ৯৯৭ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১৩২টি ইনজেকশন উদ্ধার করা হয়।
সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।