শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম ব্যবহারে বিশ্বাস না থাকলে অনাস্থা সৃষ্টি হবে, বললেন জুনায়েদ সাকি

সানজীদা আক্তার : গণসংহতির প্রধান সমন্বয়কারি জুনায়েদ সাকি বলেছেন, প্রচার সুষ্ঠু হলেই যে নির্বাচন সুষ্ঠু হবে তার কোনো গ্যারান্টি নেই। এর কোনো লক্ষণ দেখতে পারছি না। শনিবার রাতে চ্যানেল টুয়েন্টি ফোরে ‘মুক্তবাক’ অনুষ্ঠানে জুনায়েদ সাকি এ অভিমত দিয়ে বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে সিটি নির্বাচন, জেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌর সহ সবধরনের নির্বাচনে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। আর জাতীয় নির্বাচনের তো অদৃষ্টপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েই আছে।

তিনি বলেন, ইভিএম প্রযুক্তি যারা ব্যবহার করেন তাদের প্রতি ভোটারদের আস্থা তৈরি না হলে নতুন করে অনাস্থা সৃষ্টি হবে কারণ ইভিএম নিয়ে বিতর্ক আছে দেশে-বিদেশে। অন্যদেশেও ইভিএম ব্যবহার নিয়ে বিতর্ক থাকায় তা বাদ দেয়া হয়েছে। ইভিএম একটা পরিত্যক্ত প্রযুক্তি বেশির ভাগ দেশেই। কারণ এ যন্ত্র ভোটকেন্দ্রে বসে শুধু নিয়ন্ত্রণ করা যায় তা না, দূরনিয়ন্ত্রিতভাবেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন তো আলোচনা হচ্ছে যে বুথ দখল করলেই জাল ভোট দেওয়া সম্ভব। আমরা নির্বাচনে অংশ নিচ্ছিনা কারণ নির্বাচনে আমাদের আস্থা নেই।

জুনায়েদ বলেন, ২০১৫ সালে নির্বাচন নিয়ে প্রথম থেকেই মানুষের মধ্যে একটা আগ্রহ ছিলো, উৎসাহ ছিল এবং প্রার্থীরা প্রচার প্রচারণা করেছেন। আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন প্রথম সকাল বেলায় পোলিং এজেন্টরা ঢুকতে পারছে না যারা ঢুকছেন তাদের সকাল ১১টার পর বের করে দেয়া হচ্ছে। তারপর আবার সিল মারার উৎসব। অনেকটা ব্যালেন্স করেই সিল মারা হচ্ছে। ভোট প্রতিদ্ব›িদ্বতা আছে সেটা তো দেখাতে হবে। তারপরও ভোট গণনা আছে। ভোট গণনার মধ্যে একটা পক্ষপাতিত্ব আছে।সম্পদনায় : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়