শিরোনাম
◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তারিখ পেছানোকে স্বাগত জানাই, বললেন মিলন

শাহীন খন্দকার: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন রোববার (১৯ জানুয়ারি দুপুর ১২টায় ) গুলিস্থান গোলাপশাহ মাজারের সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

এসময়ে তিনি বলেন, নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। রাজধানীর গুলিস্থান নির্বাচনি গণসংযোগকালে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ইসির এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।

তিনি বলেন, সাবেক রাস্ট্রপতি এরশাদ সবসময়ই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সব সময় কাজ করেছেন। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ হয়ে উঠবে সম্প্রীতির বন্ধনের উদাহরণ; যেখানে সবাই যার যার ধর্ম উৎসব মুখর পরিবেশে পালন করবে- আমরা সেটাই আশা করি। তাই নির্বাচনের তারিখ পেছানোকে আমি স্বাগত জানাই।

’স্বরস্বতী পূজোর দিনেই ভোটের দিন ধার্য হওয়ার বিষয়টি আসলে অনাকাক্ষিত ছিল। তারিখ পরিবর্তন হওয়ায় আমি সন্তুষ্ট। ভবিষ্যতে এই ধরণের বিষয়গুলো নির্বাচন কমিশন খেয়াল রাখবেন বলে আশা করছি।

এদিকে উত্তর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

উল্লেখ্য, এদিন রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেরুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সিটি নির্বাচন অনুষ্ঠান একই দিনে হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়