শিরোনাম
◈ নিম্নমানের কিট ক্যাট চকলেট বাজারজাতের দায়ে নেসলের এমডি ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ সিয়েরা লিওনে মানবদেহের অঙ্গের অবৈধ ব্যবসা: কালো জাদুর নামে শিশু–নারী হত্যায় শঙ্কিত দেশবাসী ◈ ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টার বৈঠক  ◈ আবা‌রো নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা জিত‌লো ভারত ◈ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া ◈ সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত চাইল সরকার ◈ ঢাবির বিজয় একাত্তর হলে আগুন (ভিডিও) ◈ জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট ◈ যে ৪ প্রশ্নে হবে গণভোট, প্রধান উপদেষ্টার পেজে স্ট্যাটাস ◈ যুক্তরাষ্ট্র–কানাডাসহ ১৬ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ রাত থেকে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তারিখ পেছানোকে স্বাগত জানাই, বললেন মিলন

শাহীন খন্দকার: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন রোববার (১৯ জানুয়ারি দুপুর ১২টায় ) গুলিস্থান গোলাপশাহ মাজারের সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

এসময়ে তিনি বলেন, নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। রাজধানীর গুলিস্থান নির্বাচনি গণসংযোগকালে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ইসির এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।

তিনি বলেন, সাবেক রাস্ট্রপতি এরশাদ সবসময়ই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সব সময় কাজ করেছেন। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ হয়ে উঠবে সম্প্রীতির বন্ধনের উদাহরণ; যেখানে সবাই যার যার ধর্ম উৎসব মুখর পরিবেশে পালন করবে- আমরা সেটাই আশা করি। তাই নির্বাচনের তারিখ পেছানোকে আমি স্বাগত জানাই।

’স্বরস্বতী পূজোর দিনেই ভোটের দিন ধার্য হওয়ার বিষয়টি আসলে অনাকাক্ষিত ছিল। তারিখ পরিবর্তন হওয়ায় আমি সন্তুষ্ট। ভবিষ্যতে এই ধরণের বিষয়গুলো নির্বাচন কমিশন খেয়াল রাখবেন বলে আশা করছি।

এদিকে উত্তর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

উল্লেখ্য, এদিন রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেরুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সিটি নির্বাচন অনুষ্ঠান একই দিনে হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়