শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তারিখ পেছানোকে স্বাগত জানাই, বললেন মিলন

শাহীন খন্দকার: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন রোববার (১৯ জানুয়ারি দুপুর ১২টায় ) গুলিস্থান গোলাপশাহ মাজারের সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

এসময়ে তিনি বলেন, নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। রাজধানীর গুলিস্থান নির্বাচনি গণসংযোগকালে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ইসির এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।

তিনি বলেন, সাবেক রাস্ট্রপতি এরশাদ সবসময়ই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সব সময় কাজ করেছেন। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ হয়ে উঠবে সম্প্রীতির বন্ধনের উদাহরণ; যেখানে সবাই যার যার ধর্ম উৎসব মুখর পরিবেশে পালন করবে- আমরা সেটাই আশা করি। তাই নির্বাচনের তারিখ পেছানোকে আমি স্বাগত জানাই।

’স্বরস্বতী পূজোর দিনেই ভোটের দিন ধার্য হওয়ার বিষয়টি আসলে অনাকাক্ষিত ছিল। তারিখ পরিবর্তন হওয়ায় আমি সন্তুষ্ট। ভবিষ্যতে এই ধরণের বিষয়গুলো নির্বাচন কমিশন খেয়াল রাখবেন বলে আশা করছি।

এদিকে উত্তর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

উল্লেখ্য, এদিন রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেরুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সিটি নির্বাচন অনুষ্ঠান একই দিনে হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়