শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে গোলযোগপূর্ণ পথ বেছে নেবেন না, ইউরোপকে রাশিয়ার হুঁশিয়ারি

রাশিদ রিয়াজ : পরমাণু ইস্যুতে ইউরোপের তিন দেশ ইরানের বিরুদ্ধে যে গোলযোগপূর্ণ পথ বেছে নিতে যাচ্ছে সে ব্যাপারে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ইউরোপকে এ সতর্ক বার্তা দিয়েছেন।

তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ পথ বেছে নেয়ার ব্যাপারে আমরা আমাদের পশ্চিমা মিত্রদেরকে সতর্ক করে বলেছি, এই ধরনের পথ বেছে নিলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে বেশি।”

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানকে ১৫ দিনের সময় দিয়ে বলেছে, এই সময়ের ভেতরে ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের পথে ফিরে না এলে তাদের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। কিন্তু ইরান ইউরোপের তিন দেশের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পরমাণু সমঝোতার ধারা অনুসারেই এ সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছে ইরান এবং তেহরান এ সমঝোতা বাতিল নয় বরং স্থগিত করেছে। এর অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন করলে ইরানও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে।

শনিবার মস্কোয় বার্ষিক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। যখন ইরান এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন ইউরোপের তিন দেশ তেহরানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।

২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিলে সমঝোতা নিয়ে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়। এর এক বছর পর গত মে মাসে ইরান পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে। সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন পুরোপুরি স্থগিত করে।পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়