সাইফুর রহমান : প্রদেশটির বিজনৌর এবং বাহরাইচ নামক পৃথক দুই স্থান থেকে তাদের দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দু’জনেরই বয়স আনুমানিক বিশের কাছাকাছি বলে জানা গেছে। তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে ধর্ষণের ঘটনা এবং পরিচয় নিশ্চিত করা হবে বলেও জানান তদন্ত কর্মকর্তারা। এনডিটিভি, ইয়াহুনিউজ
শুক্রবার সন্ধার দিকে বিজনৌরে গ্রামের এক কুঁড়েঘরের কাছে বাঁধা অবস্থায় উদ্ধার হয় একজনের দগ্ধ দেহ। সামনে তিনটি কার্তুজ পড়ে ছিল, যা দেখে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, তাকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতেই দেহটি পুড়িয়ে দেয়া হয়েছে।
অন্যদিকে রাজ্যের বাহরাইচের এক জঙ্গলের পাশে আরেক তরুণীর নগ্ন এবং দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। তাকেও হত্যার পর পুড়িয়ে চেহারা বিকৃত করে দেয়া হয়েছে। যার ফলে চেহারা দেখে তাদের সনাক্ত করাও অসম্ভব হয়ে পড়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।