রাশিদ রিয়াজ : চীনের রাজস্ব তথ্য ও ইলেক্ট্রোনিক সিগারেট এ্যাসোসিয়েশন বলছে ১২০টিরও বেশি ব্রান্ডের ই-সিগারেট ধুমছে বিক্রি হচ্ছে। ই-সিগারেট কোম্পানি ওয়ে জয়’এর প্রতিষ্ঠাতা টেরি হু বলছেন, আমিরাতে গত অক্টোবর এর আগের বছরের একই সময়ের তুলনায় এ বছর ই-সিগারেট বিক্রি বৃদ্ধি পেয়েছে ১শ শতাংশ।
হু আরো বলেন মধ্যপ্রাচ্যে আমিরাত সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে ই-সিগারেট নিয়ে। দেশটি মাননিয়ন্ত্রণে বিধি জারি করে এর বিক্রি অবাধ করে দিয়েছে।
দুবাইতে প্রথমবারের মত ই-সিগারেট প্রদর্শনী হতে যাচ্ছে আগামী ১৮-২০ মার্চ। প্রদর্শনীতে থাকছে ই-সিগারেট নিয়ে সম্মেলন ‘ভেপার সামিট’। সম্মেলনে ই-সিগারেটের ক্ষতিকর দিক, বাজার সম্প্রসারণ, মাননিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণ নিয়েও আলোচনা হবে। নতুন ধরনের ই-সিগারেটের বেশ কয়েকটি ব্রান্ড আত্মপ্রকাশও করবে ওই সম্মেলনে। এরাবিয়ান বিজনেস