শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল ◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ‘শরণার্থী’ নীতা এখন ভারতে ‘কানওয়ার সাব’

ডিডিমুন: নীতার জন্ম পাকিস্তানে। পাকিস্তানেই কেটেছে শৈশব ও কৈশোর। পরে উচ্চ শিক্ষার জন্য ২০০৫ সালে আজমীরের সোপিয়া কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন তিনি। ২০১১ সালে নাটওয়ারার পুনিয়া প্রতাপ করণের সঙ্গে তার প্রেম হয়। পরিণতিতে বিয়ে হয়। বিয়ের পর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন নীতা। গত সেপ্টেম্বরে নাগরিকত্ব পান। শ্বশুরের পরামর্শে নারী-সংরক্ষিত আসনে দাঁড়ান নীতা।

ভোটে জেতার পর তিনি বলেন, ‘আমি বাড়ির বউ ছিলাম। এখন আমি গ্রামের বউ। যেভাবে একজন বউ পরিবারের জন্য কাজ করেন, তেমন করে আমি গ্রামের জন্য কাজ করব।’ পাকিস্তান ছেড়ে ভারতে যাওয়া নীতা কানওয়ার রাজস্থানের একটি রাজ্যের পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন। গ্রামে তিনি ‘কানওয়ার সাব’ নামে পরিচিত।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।এ গণমাধ্যম জানায়, রাজস্থানের টঙ্ক জেলার নাটওয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দাঁড়িয়েছিলেন সাত মহিলা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনু দেবীকে ৩৬২ ভোটে হারান নীতা কানওয়ার (৩৬)।

নীতার বাবা স্বরূপ সিং ও ভাই রাজওয়ান্ত সিং পাকিস্তানে থাকেন। সেখানে কৃষিকাজ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়