শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ‘শরণার্থী’ নীতা এখন ভারতে ‘কানওয়ার সাব’

ডিডিমুন: নীতার জন্ম পাকিস্তানে। পাকিস্তানেই কেটেছে শৈশব ও কৈশোর। পরে উচ্চ শিক্ষার জন্য ২০০৫ সালে আজমীরের সোপিয়া কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন তিনি। ২০১১ সালে নাটওয়ারার পুনিয়া প্রতাপ করণের সঙ্গে তার প্রেম হয়। পরিণতিতে বিয়ে হয়। বিয়ের পর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন নীতা। গত সেপ্টেম্বরে নাগরিকত্ব পান। শ্বশুরের পরামর্শে নারী-সংরক্ষিত আসনে দাঁড়ান নীতা।

ভোটে জেতার পর তিনি বলেন, ‘আমি বাড়ির বউ ছিলাম। এখন আমি গ্রামের বউ। যেভাবে একজন বউ পরিবারের জন্য কাজ করেন, তেমন করে আমি গ্রামের জন্য কাজ করব।’ পাকিস্তান ছেড়ে ভারতে যাওয়া নীতা কানওয়ার রাজস্থানের একটি রাজ্যের পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন। গ্রামে তিনি ‘কানওয়ার সাব’ নামে পরিচিত।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।এ গণমাধ্যম জানায়, রাজস্থানের টঙ্ক জেলার নাটওয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দাঁড়িয়েছিলেন সাত মহিলা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনু দেবীকে ৩৬২ ভোটে হারান নীতা কানওয়ার (৩৬)।

নীতার বাবা স্বরূপ সিং ও ভাই রাজওয়ান্ত সিং পাকিস্তানে থাকেন। সেখানে কৃষিকাজ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়