শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির সঙ্গে বৈঠকে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। দ্বিপাক্ষিক কিছু বিষয় আলোচনা করার জন্যে তিনি বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকও সেরে নিয়েছেন তিনি।

গত শুক্রবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলা উপভোগ করার জন্য রবার্টসকে দাওয়াত দেয় বিসিবি। সানন্দে সেই দাওয়াত গ্রহণ করেন রবার্ট।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের সময় আমরা কেভিন রবার্টসকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু ওই সময় তিনি ব্যস্ত থাকবেন। তাই বিপিএলের ফাইনাল দেখতে আমরা তাকে আমন্ত্রণ জানাই। তিনি বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।’

চলতি বছরের জুন-জুলাইতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। বিসিবির প্রধান নির্বাহীর কথা অনুযায়ী, সেই সিরিজ নিয়ে রবার্টসের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। কেননা সেই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর পোগ্রামের (এফটিপি) একটি অংশ। বরঞ্চ অন্য একটি বিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সিএ’র ক্রিকেট উন্নয়ন বিষয়ে তিন বছরের একটি প্রজেক্ট চলমান, যেখানে সম্প্রতি বাংলাদেশও একাত্মতা প্রকাশ করেছে।

নিজামউদ্দিন আরও বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি যে চলমান প্রজেক্টে কীভাবে আমরা তাদের সাহায্য আরো বেশি পেতে পারি।’
এফটিপি অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর করার কথা ছিলো। কিন্তু বেশ কিছু কারণে সেই সফরটি বাতিল করেছে সিএ। সেই বিষয়ে রবার্টসের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়