মহসীন কবির : আট জেলায় ১২ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ২০ জন। বাংলানিউজ, জাগোনিউজ ও প্রথম আলো
যশোর : যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও দুইজন। শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক (আর. এন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা (৩০), একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)। আহতরা হলেন- নিহত তিথীর সন্তান মনিরুল (৪) ও তাদের আত্মীয় হৃদয় (৩০)। নিহতদের মধ্যে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন পিয়াশা আপন বোন ও তিথী তাদের ভাবী (ভাইয়ের স্ত্রী)। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘ইত্যাদির শুটিং’ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দাইমুল ইসলাম (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার জগদল চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাইমুল ডোকরোপাড়া এলাকার মৌলভী মুসলিমদ্দীনের ছেলে ও পুলিশ সুপার কার্যালয়ের কাম-কম্পিউটার অপারেটর।
সিলেট: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা সংঘর্ষে নাজিয়া আক্তার নাজু (৩০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাজিয়া আক্তার নাজুর দুই সন্তান আহত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিয়া নাজু মৌলভীবাজারের জুড়ি উপজেলার জাঙ্গিরাই গ্রামের মোস্তফা কামালের স্ত্রী।
মৌলভীবাজার : মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর স্ত্রী নিহত শিল্পী দেবনাথ মারা যান। ১৭জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নরসিংদী: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে উজ্জ্বল মিয়া (৩৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের চারজন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চৈতন্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট-রামগড় সড়কে সিএনজি অটোরিকশা ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল নোমান (১৭)। তিনি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নবীনগর আবদুল করিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর উত্তরা : রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে উত্তরা পূর্ব থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই থানার এসআই আল আরাফাত গণমাধ্যমকে জানিয়েছেন, একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে এর দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটকের চেষ্টা করা হচ্ছে।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আদনান (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান মস্তবাপুর গ্রামের মিজানুর রহমান খা এর ছেলে।