শিরোনাম
◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের নতুন কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ২৪ জানুয়ারি

সমীরণ রায় : শুক্রবার (১৭ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকম-লীর মুলতবি সভা শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেছেন, আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ২৪ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সেখানে নির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকরাও টুঙ্গিপাড়ায় সফরসঙ্গী হবেন। ওই দিন সকাল ৭টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে জমায়েত হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গাড়ি।

এদিকে, গত ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিলো নতুন কমিটির কিন্তু শীতের কারণে তারিখ পিছিয়ে ২৪ জানুয়ারি করা হয়। সম্পাদকম-লীর মুলতবি সভায় অন্যদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়