মাসুদ কামাল : শুরুতে প্রস্তাব ছিলো এই জানুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তারা তিনটি টি-টুয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে। নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ দল পাকিস্তানে যেতেই চাইলো না। পরে বললো, যদি একান্ত যেতেই হয় তাহলে অতো বেশিদিন থাকতে পারবে না, তাই টেস্ট বাদ কেবল টি-টুয়েন্টি খেলে চলে আসবে। পাকিস্তান জোরাজুরি করতে থাকলো টেস্ট ম্যাচটির জন্যও।
এখন শুনছি টি-টুয়েন্টি আর টেস্ট তো খেলবেই, সঙ্গে একটা ওয়ানডেও খেলতে হবে। কেবল তাই নয়, আগে ছিলো একবারের সফর, এখন হয়েছে তিনবারের। জানুয়ারিতে একবার যাবে, ফেব্রুয়ারিতে একবার এবং এপ্রিলে আরও একবার যাবে পাকিস্তানে। নিরাপত্তাহীনতার যে কারণটি শুরুতে উচ্চারিত হচ্ছিলো তা এখন আর কেউ বলছেন না। এর মধ্যে কি এমন ঘটলো যে, পাকিস্তানের পরিবেশ আমাদের জন্য আমূল পাল্টে গেলো? নাকি পাল্টে গেলো আমাদের মানসিকতা? ফেসবুক থেকে