মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আগামীর বাংলাদেশ গড়বে আজকের প্রজন্মই। বাংলাদেশের পরিবর্তন আনবে তোমরাই। বাল্যবাবহই নারীর ক্ষমতায়ন ও জাতির উন্নয়ণে অন্যতম অন্তরায়-এই প্রজন্ম এসব সংকীর্নতা থেকে অবশ্যই দূরে থাকবে।
মন্ত্রী আজ শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এমপি । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড,সৈয়দ মো: গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ,ঢাকা শিক্ষাবোর্ডেও চেয়ারম্যান মু,জিয়াউল হক,কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো:আবদুস সালামসহ সিলেট,চট্টগ্রাম,রাজশাহী,যশোর,বরিশালশিক্ষাবোর্ডর চেয়ারম্যানগণ,কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির বর্ণাঢ্য আয়োজনে ৬ দিনব্যাপী এই প্রতিযোগীতা শেষ হবে আগামী ২২ জানুয়ারি। কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় সারা দেশের ৪টি অঞ্চলের মোট ৮০৮ জন প্রতিযোগী ইভেন্টগুলোতে অংশগ্রহন করবেন। সম্পাদনা:জেরিন