শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স কম হওয়ার কারণে বার্সার কোচের দায়িত্ব নিতে চাননি জাভি হার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার মতো ক্লাব জায়ান্টের কোচ হওয়ার প্রস্তাব কেউ হেলায় ফেরায়? কিন্তু জাভি হার্নান্দেজ ফিরিয়েছেন। কেন নিজের সাবেক ক্লাবের দায়িত্ব নিতে এত অনীহা সেটাই এবার স্পষ্ট করেছেন সাবেক স্প্যানিশ কিংবদন্তি। কারণটা আর কিছু নয়, এত আগেই বিশাল দায়িত্ব কাঁধে নিতে চাননি তিনি।

গত সপ্তাহে আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে দিয়েছে বার্সেলোনা। তার স্থলাভিষিক্ত হতে যাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যে জাভিও ছিলেন। কিন্তু সাবেক ঠিকানার ডাকে সোজা ‘না’ করে দেন তিনি।

বার্সাকে ‘না’ বলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাভি বলেন, ‘এরিক আবিদাল (বার্সার স্পোর্টিং ডিরেক্টর) ও অস্কার গারুর (বার্সার প্রধান নির্বাহী) মাধ্যমে বার্সেলোনার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি রাজি হইনি। কারণ, বার্সার মত দলের কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য আগেভাগে হয়ে যেত। তবে বার্সেলোনার কোচ হওয়া আমার স্বপ্ন।’

জাভি রাজি না হওয়ায় শেষমেশ কিকে সেতিয়েনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। আল-সাদ বস জাভি ক্লাবের সিদ্ধান্তে খুশিই হয়েছেন। তিনি বলেন, ‘আমি বার্সেলোনার নতুন কোচকে (সেতিয়েন) পছন্দ করি। সে যেভাবে কাজ করে সেটাও আমার পছন্দ এবং আশা করি সে সাফল্য পাবে।

জাভি একাই নন, বার্সার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান, টটেনহামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো, রিভার প্লেটের বর্তমান কোচ মার্সেলো গ্যালার্দোর মতো অভিজ্ঞরাও। ফলে কপাল খুলে যায় সাবেক রিয়াল বেতিস কোচ কিকে সেতিয়েনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়