শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স কম হওয়ার কারণে বার্সার কোচের দায়িত্ব নিতে চাননি জাভি হার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার মতো ক্লাব জায়ান্টের কোচ হওয়ার প্রস্তাব কেউ হেলায় ফেরায়? কিন্তু জাভি হার্নান্দেজ ফিরিয়েছেন। কেন নিজের সাবেক ক্লাবের দায়িত্ব নিতে এত অনীহা সেটাই এবার স্পষ্ট করেছেন সাবেক স্প্যানিশ কিংবদন্তি। কারণটা আর কিছু নয়, এত আগেই বিশাল দায়িত্ব কাঁধে নিতে চাননি তিনি।

গত সপ্তাহে আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে দিয়েছে বার্সেলোনা। তার স্থলাভিষিক্ত হতে যাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যে জাভিও ছিলেন। কিন্তু সাবেক ঠিকানার ডাকে সোজা ‘না’ করে দেন তিনি।

বার্সাকে ‘না’ বলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাভি বলেন, ‘এরিক আবিদাল (বার্সার স্পোর্টিং ডিরেক্টর) ও অস্কার গারুর (বার্সার প্রধান নির্বাহী) মাধ্যমে বার্সেলোনার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি রাজি হইনি। কারণ, বার্সার মত দলের কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য আগেভাগে হয়ে যেত। তবে বার্সেলোনার কোচ হওয়া আমার স্বপ্ন।’

জাভি রাজি না হওয়ায় শেষমেশ কিকে সেতিয়েনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। আল-সাদ বস জাভি ক্লাবের সিদ্ধান্তে খুশিই হয়েছেন। তিনি বলেন, ‘আমি বার্সেলোনার নতুন কোচকে (সেতিয়েন) পছন্দ করি। সে যেভাবে কাজ করে সেটাও আমার পছন্দ এবং আশা করি সে সাফল্য পাবে।

জাভি একাই নন, বার্সার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান, টটেনহামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো, রিভার প্লেটের বর্তমান কোচ মার্সেলো গ্যালার্দোর মতো অভিজ্ঞরাও। ফলে কপাল খুলে যায় সাবেক রিয়াল বেতিস কোচ কিকে সেতিয়েনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়