শিরোনাম
◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আক্রমনাত্মক উদযাপন করে নিষিদ্ধ রাবাদা

স্পোর্টস ডেস্ক : চারটি ডিমেরিট পয়েন্ট পূর্ণ হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের শেষ টেস্টে নিষেধাজ্ঞা পেয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। আক্রমণাত্মক উদযাপনের জন্য শাস্তিস্বরূপ ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হন রাবাদা।

গতকাল সেন্ট জর্জ’স পার্কে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে দুর্দান্ত এক ডেলিভারিতে ইংলিশ অধিনায়ক জো রুটকে বোল্ড করেন রাবাদা। বিপদটা ডেকে আনেন এরপরই। উইকেট প্রাপ্তিতে রুটের সামনে চিৎকার করে আক্রমণাত্মক উদযাপন করেন ২৪ বছর বয়সী তারকা। ব্যাপারটা একদম পছন্দ হয়নি আম্পায়ারদের। দিনশেষে তারা রাবাদার বিরুদ্ধে রিপোর্ট জমা দেন। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন রাবাদা।

নিয়ম অনুয়ায়ী কোনো খেলোয়াড় দুই বছরের মধ্যে ৪টি ডিমেরিট পেলে আইসিসি কর্তৃক এক ম্যাচ নিষিদ্ধ হয়। এবার তেমন এক করুণ ভাগ্যবরণই করতে হচ্ছে রাবাদাকে। এবারের আগে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত ছিল তার নামের পাশে।

২০১৮ সালেই তিনটি ডিমেরিট পেয়েছিলেন রাবাদা। সে বছর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি ডিমেরিট পয়েন্ট পান তিনি। একই বছর পান ভারতের বিপক্ষে ম্যাচে শিখর ধাওয়ানকে আউটের পর আক্রমণাত্মক উদযাপন করায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়