শিরোনাম
◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারোলে ছাড়া পেয়ে নিখোঁজ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে সাজাপ্রাপ্ত ‘ডক্টর বম্ব’

ইকবাল খান : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ব্যক্তির নাম জলিস আনসারি। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে জলিস আনসারি নিখোঁজ। তিনি ছিলেন বোমা বিশেষজ্ঞ। তাই ‘ডক্টর বম্ব’ হিসাবে পরিচিত ছিলেন। দক্ষিণ মুম্বাইয়ের এগরিপাড়া এলাকার বাসিন্দা জলিস রাজস্থান সেন্ট্রাল জেলে বন্দি ছিল। এনডিটিভি, আনন্দবাজার

পুলিশ সূত্রে জানাগেছে, ২১ দিনের প্যারোলে ছাড়া পেয়েছিলো জলিস আনসারি। অবশ্য প্রতিদিন মুম্বাইয়ের এগরিপাড়া পুলিশ স্টেশনে সকাল সাড়ে ১০টায় হাজিরা দিতে হতো। তবে বৃহস্পতিবার সকালে জলিস আনসারি হাজিরা দিতে যাননি।

বিকেলে তার ৩৫ বছর বয়স্ক ছেলে জাইদ আনসারি থানায় এসে জানান, তার বাবা নিখোঁজ হয়ে গিয়েছে। সকালে নমাজ পড়তে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু তার পর আর বাড়িতে ফেরেননি। সেই অনুযায়ী এগরিপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছে পুলিশ। গতকাল শুক্রবারই জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার কথা ছিলো।

বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার খবর পেয়েই তাকে খুঁজছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও সন্ত্রাস দমন শাখার পুলিশকর্তারা। সব থানায় পাঠানো হয়েছে সতর্কবার্তা। শুধু মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণই নয়, আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনাতেও জলিসের নাম জড়িয়েছে। ২০০৮ সালের মুম্বাই বিস্ফোরণের তদন্তের সূত্রে ২০১১ সালে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। সিমি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগ পেয়েছিলেন গোয়েন্দারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়