শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারোলে ছাড়া পেয়ে নিখোঁজ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে সাজাপ্রাপ্ত ‘ডক্টর বম্ব’

ইকবাল খান : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ব্যক্তির নাম জলিস আনসারি। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে জলিস আনসারি নিখোঁজ। তিনি ছিলেন বোমা বিশেষজ্ঞ। তাই ‘ডক্টর বম্ব’ হিসাবে পরিচিত ছিলেন। দক্ষিণ মুম্বাইয়ের এগরিপাড়া এলাকার বাসিন্দা জলিস রাজস্থান সেন্ট্রাল জেলে বন্দি ছিল। এনডিটিভি, আনন্দবাজার

পুলিশ সূত্রে জানাগেছে, ২১ দিনের প্যারোলে ছাড়া পেয়েছিলো জলিস আনসারি। অবশ্য প্রতিদিন মুম্বাইয়ের এগরিপাড়া পুলিশ স্টেশনে সকাল সাড়ে ১০টায় হাজিরা দিতে হতো। তবে বৃহস্পতিবার সকালে জলিস আনসারি হাজিরা দিতে যাননি।

বিকেলে তার ৩৫ বছর বয়স্ক ছেলে জাইদ আনসারি থানায় এসে জানান, তার বাবা নিখোঁজ হয়ে গিয়েছে। সকালে নমাজ পড়তে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু তার পর আর বাড়িতে ফেরেননি। সেই অনুযায়ী এগরিপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছে পুলিশ। গতকাল শুক্রবারই জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার কথা ছিলো।

বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার খবর পেয়েই তাকে খুঁজছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও সন্ত্রাস দমন শাখার পুলিশকর্তারা। সব থানায় পাঠানো হয়েছে সতর্কবার্তা। শুধু মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণই নয়, আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনাতেও জলিসের নাম জড়িয়েছে। ২০০৮ সালের মুম্বাই বিস্ফোরণের তদন্তের সূত্রে ২০১১ সালে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। সিমি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগ পেয়েছিলেন গোয়েন্দারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়