শিরোনাম
◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ : টংগিবাড়ি উপজেলায় দোকানদার মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চারজন আসামির উপস্থিতিতে মুন্সীগঞ্জ সিনিয়র দায়রা জজ হোসনে আরা বেগম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম, মাসুম সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা ও আ. রাজ্জাক ওরফে জাক্কা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ. মতিন জানান, এ মামলায় সাত আসামিকে যাবজ্জীবন ও প্রত্যেক আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। এ মামলায় তিনজন আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট রাতে মোয়াজ্জেম দেওয়ান দোকান বন্ধ করে একটি ব্যাগে দেড় লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও প্রেসার মাপার যন্ত্র ইত্যাদি নিয়ে বাড়িতে ফিরছিল। পথে উপজেলার কান্দাপাড়া এলাকায় আসামি শাহজাহান ও মাসুম মোয়াজ্জেমের মাথায় আঘাত করেন।

তখন মোয়াজ্জেম মাটিয়ে লুটিয়ে পড়লে তার বুকের ওপর আ. রাজ্জাক ওরফে জাক্কা উঠে পড়ে এবং গাছের পাশ থেকে আসামি শামীম, আল মামুন, খোরশেদ ও আল আমিন এসে তাকে চেপে ধরে। এরপর আসামি আল মামুন ধারালো অস্ত্র দিয়ে মোয়াজ্জেমকে গলা কেটে হত্যা করেন। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়