শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ : টংগিবাড়ি উপজেলায় দোকানদার মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চারজন আসামির উপস্থিতিতে মুন্সীগঞ্জ সিনিয়র দায়রা জজ হোসনে আরা বেগম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম, মাসুম সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা ও আ. রাজ্জাক ওরফে জাক্কা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ. মতিন জানান, এ মামলায় সাত আসামিকে যাবজ্জীবন ও প্রত্যেক আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। এ মামলায় তিনজন আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট রাতে মোয়াজ্জেম দেওয়ান দোকান বন্ধ করে একটি ব্যাগে দেড় লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও প্রেসার মাপার যন্ত্র ইত্যাদি নিয়ে বাড়িতে ফিরছিল। পথে উপজেলার কান্দাপাড়া এলাকায় আসামি শাহজাহান ও মাসুম মোয়াজ্জেমের মাথায় আঘাত করেন।

তখন মোয়াজ্জেম মাটিয়ে লুটিয়ে পড়লে তার বুকের ওপর আ. রাজ্জাক ওরফে জাক্কা উঠে পড়ে এবং গাছের পাশ থেকে আসামি শামীম, আল মামুন, খোরশেদ ও আল আমিন এসে তাকে চেপে ধরে। এরপর আসামি আল মামুন ধারালো অস্ত্র দিয়ে মোয়াজ্জেমকে গলা কেটে হত্যা করেন। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়