নিজস্ব প্রতিবেদক : নানা জল্পনার পর তিন মেয়াদে চূড়ান্ত হলো পাকিস্তান সফর সূচি। আগামী ২২ জানুয়ারি প্রথম মেয়াদে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা। এ সফরকে সামনে রেখে আগামী রোববার থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্যাম্প শুরু রবিবার হলেও তার আগে আজ কিংবা আগামীকাল শুক্রবারের মধ্যেই হয়ে যেতে পারে দল ঘোষণা। এবার অধিনায়ক হতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বোর্ডে জাতীয় দলের খেলোয়াড় তালিকা জমা দিয়েছে বিসিবি। সভাপতির অনুমোদন হয়ে গেলে বৃহস্পতি-শুক্রবারের মধ্যে তা ঘোষণা করা হবে।
আগামী রোববার থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প হবে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে। তিন দিনের এ অনুশীলন শেষে পাকিস্তান রওনা দেবে টি-টোয়েন্টি স্কোয়াড।
পাকিস্তান সফরে সম্ভাব্য দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, ইবাদত হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস।