শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সাকে ভবিষ্যতে ভালো খেলানোর গ্যারান্টি দিলেন নতুন কোচ সেতিয়েন

রাকিব উদ্দীন : বড় টুর্নামেন্টগুলোর শেষ মুহূর্তে চিটকে যাওয়ার ফলস্বরূপ কোচ আর্নেস্তো ভালভার্দেকে বহিস্কার করে আসনে কিকে সেতিয়েনকে বসিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালানদের সাথে যোগ দিয়েই ভবিষ্যতে ভালো কিছু করার গ্যারান্টি দিয়েছেন সাবেক এ রিয়াল বেতিস কোচ।

সেতিয়েন বলেন, ‘ক্লাবকে ধন্যবাদ। যেমনটি আমার বুনো স্বপ্নের মধ্যে আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসবো। আজ আমার জন্য বিশেষ দিন এবং আমি কৃতজ্ঞ। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই রোমাঞ্চিত এবং এটা আমার জন্য চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘গতকাল আমি আমার শহরে হাঁটা উপভোগ করছিলাম। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাতে যাচ্ছি। অবশ্যই, এই প্রস্তাব গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি। আমি বিস্মিত হয়েছিলাম যখন তারা আমাকে ডাকলো। আমি কখনো ভাবিনি বার্সেলোনা আমার পক্ষে যাবে কারণ আমার লম্বা সিভি নেই। যা আছে তা হলো আমার দর্শন, যা আমি ভালোবাসি।’

সেতিয়েন বার্সার সঙ্গে চুক্তি করেছেন ২০২০ সালের ৩০ জুন পযর্ন্ত। এই দুই বছরে কাতালানরা তার থেকে অনেক শিরোপা আশা করবে সেটাই স্বাভাবিক। সেতিয়েনও যেন প্রস্তুত ক্যাম্প ন্যু’র শিরোপা ক্ষুধা মেটানোর। গ্যারান্টি দিয়েছেন, তার অধীনে ভালো খেলবে বার্সা। সেই ব্যাপারে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি তা হলো, দল আমার অধীনে ভালো খেলবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়