শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে যেতে বিসিবি রাজি হওয়ায় উচ্ছ্বাসিত পিসিবি

শিউলী আক্তার : অবশেষে শেষ হলো পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জলঘোলা। তিন দফায় পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় এই সফর নিয়ে পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি একটি ওয়ানডেও খেলবে টাইগাররা।

বাংলাদেশের সফর নিয়ে অচলাবস্থা ও অনিশ্চয়তার অবসান ঘটায় বেশ স্বস্তি পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি ও প্রধান নির্বাহী ওয়াসিম খান বেশ তৃপ্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরের জন্য বাংলাদেশকে রাজি করাতে বড় ভূমিকা ছিলো আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের। তাকে ধন্যবাদ জানিয়ে মানি বলেন, ‘আমি খুব খুশি যে আমরা যৌথ সম্মতিতে একটি সিদ্ধান্তে আসতে পেরেছি যা দুই গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশ ও ক্রিকেটের জন্য দারুণ।আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেও ধন্যবাদ দিতে চাই তার তত্ত্বাবধানের জন্য। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট শক্তপোক্ত হওয়ার জন্য এবং দুই দেশের ক্রিকেটীয় উন্নতির জন্য ভূমিকা রেখেছেন।’

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম মনে করেন, সদ্য নেয়া এই সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেট বোর্ডই ‘জয়ী’ হয়েছে। তিনি বলেন, ‘দুই বোর্ডই বিজয়ী হলো। সিরিজটি নিয়ে অনিশ্চয়তার ইতি ঘটায় আমি খুশি। এখন আমরা ম্যাচগুলো সুন্দরভাবে আয়োজনের পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ তিনবার পাকিস্তান সফর করবে, যা পাকিস্তানকে অন্য ক্রিকেট খেলুড়ে দেশের মতোই তাদের কাছে নিরাপদ বোধ করাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়