শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় তদবীরে এসে যুবলীগ নেতার হাজতবাস

কামাল হোসেন, গোয়ালন্দ প্রতিনিধি : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ট্রাক পারাপারে দালাল চক্রের ৫ সদস্যকে টক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অনৈতিকভাবে আটককৃতদের ছাড়িয়ে নিতে তদবীর করতে এসে উল্টো দুইঘণ্টা থানা হাজতে আটক থাকতে হলো দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. জুলহাস মোল্লাকে।

আটককৃত দালালরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুলাল বেপারীর পাড়া গ্রামের আকেন শেখের ছেলে জসিমউদ্দিন শেখ (২৮), উত্তর দৌলতদিয়া কাইমদ্দিন মোল্লার পাড়া গ্রামের শহিদ মোল্লার ছেলে সুমন মোল্লা (২৫), মজিদ শেখের পাড়া গ্রামের বারেক ভুইয়ার ছেলে মুসা ভুইয়া (২২), হোসেন মন্ডলের পাড়া গ্রামের লালু মোল্লার ছেলে রানা মোল্লা (২৬) ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাজাপুর গ্রামের আফতার মোল্লার ছেলে আকরাম মোল্লা (২২)।

থানা পুলিশ সূত্র জানায়, সোমবার দিনগত রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপারের টিকিট চক্রের ওই ৫ দালালকে হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার সকালে এদের ছাড়িয়ে নেয়ার জন্য তদবীর করতে থানায় আসেন দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের আহেজ মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লা। এসময় গোয়ালন্দ ঘাট থানার ওসি’র নির্দেশে তাকে ২ ঘণ্টা থানা হাজতে আটক রাখা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান যুবলীগ নেতাকে থানা হাজতে ২ ঘন্টা আটক রাখার বিষয়টি নিশ্চিত করে জানান, জুুলহাস ভবিষ্যতে এ ধরণের অনৈতিক কোন বিষয়ের তদবির নিয়ে থানায় আসবে না মর্মে মুছলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

আটককৃত ৫জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতদিয়া ঘাটে পরিবহন সেক্টরের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়