শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় তদবীরে এসে যুবলীগ নেতার হাজতবাস

কামাল হোসেন, গোয়ালন্দ প্রতিনিধি : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ট্রাক পারাপারে দালাল চক্রের ৫ সদস্যকে টক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অনৈতিকভাবে আটককৃতদের ছাড়িয়ে নিতে তদবীর করতে এসে উল্টো দুইঘণ্টা থানা হাজতে আটক থাকতে হলো দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. জুলহাস মোল্লাকে।

আটককৃত দালালরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুলাল বেপারীর পাড়া গ্রামের আকেন শেখের ছেলে জসিমউদ্দিন শেখ (২৮), উত্তর দৌলতদিয়া কাইমদ্দিন মোল্লার পাড়া গ্রামের শহিদ মোল্লার ছেলে সুমন মোল্লা (২৫), মজিদ শেখের পাড়া গ্রামের বারেক ভুইয়ার ছেলে মুসা ভুইয়া (২২), হোসেন মন্ডলের পাড়া গ্রামের লালু মোল্লার ছেলে রানা মোল্লা (২৬) ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাজাপুর গ্রামের আফতার মোল্লার ছেলে আকরাম মোল্লা (২২)।

থানা পুলিশ সূত্র জানায়, সোমবার দিনগত রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপারের টিকিট চক্রের ওই ৫ দালালকে হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার সকালে এদের ছাড়িয়ে নেয়ার জন্য তদবীর করতে থানায় আসেন দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের আহেজ মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লা। এসময় গোয়ালন্দ ঘাট থানার ওসি’র নির্দেশে তাকে ২ ঘণ্টা থানা হাজতে আটক রাখা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান যুবলীগ নেতাকে থানা হাজতে ২ ঘন্টা আটক রাখার বিষয়টি নিশ্চিত করে জানান, জুুলহাস ভবিষ্যতে এ ধরণের অনৈতিক কোন বিষয়ের তদবির নিয়ে থানায় আসবে না মর্মে মুছলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

আটককৃত ৫জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতদিয়া ঘাটে পরিবহন সেক্টরের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়