শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি বিরোধের জেরে নোয়াখালীতে বসত বাড়িতে হামলা-লুটপাট, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ভূমি বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারী ও শিশুসহ ৫জন আহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মতিপুর গ্রামের বদিউর রহমান বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের আবুল কালাম জানান, প্রতিবেশী খোকনদের সাথে ৫শতাংশ ভূমি ক্রয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে তার।

এ নিয়ে রোববার (১২ জানুয়ারি) প্রতিবেশী খোকন ও তার স্ত্রী নুর নাহারের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরে খোকন ১৫/২০জনের একদল সন্ত্রাসী ভাড়া করে আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ঘরের ভিতর থাকা এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল সেট ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এঘটনায় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা জাকিয়া খাতুন (৩০), জাহানারা বেগম (৪২), ফারজানা আক্তার (২২), তারেক (৮) ও আবু কালাম (৩৫) কে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা লুটপাট করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেন স্থানীয়রা।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়