শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি বিরোধের জেরে নোয়াখালীতে বসত বাড়িতে হামলা-লুটপাট, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ভূমি বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারী ও শিশুসহ ৫জন আহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মতিপুর গ্রামের বদিউর রহমান বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের আবুল কালাম জানান, প্রতিবেশী খোকনদের সাথে ৫শতাংশ ভূমি ক্রয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে তার।

এ নিয়ে রোববার (১২ জানুয়ারি) প্রতিবেশী খোকন ও তার স্ত্রী নুর নাহারের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরে খোকন ১৫/২০জনের একদল সন্ত্রাসী ভাড়া করে আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ঘরের ভিতর থাকা এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল সেট ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এঘটনায় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা জাকিয়া খাতুন (৩০), জাহানারা বেগম (৪২), ফারজানা আক্তার (২২), তারেক (৮) ও আবু কালাম (৩৫) কে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা লুটপাট করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেন স্থানীয়রা।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়