শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি বিরোধের জেরে নোয়াখালীতে বসত বাড়িতে হামলা-লুটপাট, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ভূমি বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারী ও শিশুসহ ৫জন আহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মতিপুর গ্রামের বদিউর রহমান বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের আবুল কালাম জানান, প্রতিবেশী খোকনদের সাথে ৫শতাংশ ভূমি ক্রয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে তার।

এ নিয়ে রোববার (১২ জানুয়ারি) প্রতিবেশী খোকন ও তার স্ত্রী নুর নাহারের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরে খোকন ১৫/২০জনের একদল সন্ত্রাসী ভাড়া করে আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ঘরের ভিতর থাকা এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল সেট ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এঘটনায় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা জাকিয়া খাতুন (৩০), জাহানারা বেগম (৪২), ফারজানা আক্তার (২২), তারেক (৮) ও আবু কালাম (৩৫) কে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা লুটপাট করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেন স্থানীয়রা।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়