শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি বিরোধের জেরে নোয়াখালীতে বসত বাড়িতে হামলা-লুটপাট, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ভূমি বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারী ও শিশুসহ ৫জন আহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মতিপুর গ্রামের বদিউর রহমান বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের আবুল কালাম জানান, প্রতিবেশী খোকনদের সাথে ৫শতাংশ ভূমি ক্রয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে তার।

এ নিয়ে রোববার (১২ জানুয়ারি) প্রতিবেশী খোকন ও তার স্ত্রী নুর নাহারের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরে খোকন ১৫/২০জনের একদল সন্ত্রাসী ভাড়া করে আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ঘরের ভিতর থাকা এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল সেট ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এঘটনায় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা জাকিয়া খাতুন (৩০), জাহানারা বেগম (৪২), ফারজানা আক্তার (২২), তারেক (৮) ও আবু কালাম (৩৫) কে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা লুটপাট করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেন স্থানীয়রা।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়