শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘কাগজ আমরা দেখাব না!’ অভিনব ভিডিয়ো বার্তায় সিএএ-এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ

রাশিদ রিয়াজ :  চিত্রনাট্যকার বরুণ গ্রোভারের 'কাগজ হাম নেহি দিখায়েঙ্গের' অনুকরণে এই ভিডিও। কিছুদিন আগে বাঘাযতীনে এনআরসির প্রতিবাদে হাম কাগজ নেহি দিখায়েঙ্গে গাইছিলেন। 'কাগজ আমরা দেখাব না', একঝাঁক তারকার প্রতিবাদী ভিডিওতে সরগরম সোশ্যাল সাইট। সোমবার সকালে এই ভিডিও ছাড়া হয়েছে ফেসবুকে।কাগজ আমরা দেখাব না'...কাগজ দেখাতে না পারলেই এদেশে আর আপনার নয়। এ মাটি আর আপনার কাছে সোনা নয়। স্রেফ ঘাড় ধাক্কা, দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ কিংবা পাকিস্তানে। আধার থেকে ভোটার যতই ঘন্টার পর ঘন্টা লাই দাঁড়িয়ে ছবি তুলুন, যতই জমি বা জলের জন্য কর দিন কাগজ দেখাতে না পারলে আমি আপনি সবাই ভিনদেশি। গত কয়েক মাস ধরেই এন আর সি, সিএএ-এর বিরুদ্ধে বিক্ষোভের ঝড় ভারত জুড়ে। যে বিক্ষোভে ঘর-সংসার ফেলে রাতের পর রাত ময়দানে কাটাচ্ছেন নারীরা। যে বিক্ষোভে ক্যান্সার আক্রন্ত রোগী নিজের জীবন তুচ্ছ করে দিন কাটাচ্ছেন জেলে। যে বিক্ষোভে হেঁসেল ছেড়ে মেয়ের সঙ্গে হাত ধরে মিছিলে স্লোগান তুলছেন মা।

'গলায় আছে জনগণমন
বুকের মাঝে সংবিধান
লড়ছে সবাই পথে নেমেই
লড়াই আজকে থামবে না
কাগজ আমরা দেখাব না'...

এ কবিতায় সুর আরোপ করেছেন ময়ূখ-মৈনাক। ক্যামেরাবন্দী করলেন পরিচালক দেবলীনা মজুমদার। এভাবেই তৈরি হয়েছে কাগজ আমরা দেখাবো না। গলা মেলালেন, সব্যসাচী চক্রবর্তী, মনোরঞ্জন ব্যাপারী, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা, কঙ্কনা সেন শর্মা, নন্দনা সেন, আয়ুষ্মান মিত্র, স্নেহা ঘোষ, নন্দনা সেন, চিত্রাঙ্গদা চক্রবর্তী, মধুজা মুখোপাধ্যায়, রূপম ইসলাম, সুমন মুখোপাধ্যায়। অতর্কিতেই তাঁদের উপর হামলা চালায় হিন্দুত্বের ধ্বজাধারী কিছু উগ্রপন্ত্রী। ভেঙে দেওয়া হয় দেবলীনার ক্যামেরা। এই ঘটনার পর দেবলীনা বলেছিলেন, আমরা থেমে থাকব না। সত্যিই থামলেন না তাঁরা। সোমবার সারাদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে রইল এই ভিডিও । ভিডিওতে ধৃতিমান চ্যাটার্জিকে বলতে শোনা গিয়েছে, মন্দির নয়, মসজিদ নয়, দেশজুড়ে চাই আজাদি। যেভাবে সিএএ আর এনআরসি-র বিরোধিতা করে দেশের ছাত্র সমাজ দল-মত নির্বিশেষে পথে নেমেছে, সেই আন্দোলনকে সমর্থন করতেই এই ভিডিও বলে খবর।

কঙ্কনা সেন শর্মা বলেছেন, মানুষে মানুষে বিভেদ করে, আমরা বাঁচতে পারব না। তাই কাগজ আমরা দেখাব না। সব্যসাচী চক্রবর্তী বলেছেন, শাসক আসবে, শাসক যাবে। কিন্তু কাগজ আমরা দেখাব না। এই ভিডিওতে নাট্যকার সুমন মুখোপাধ্যায় বলেছেন, ১৫০ কোটি ভারতবাসী মৌলিক চাহিদার মুখাপেক্ষী। তাঁরা জাত-ধর্মে আগ্রহী না। তাই কাগজ আমরা দেখাব না।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, 'বুকে ভালোবাসা আর বিদ্রোহ নিয়ে ভয়ের সামনে মাথা নোয়াবো না। তাই কাগজ আমরা দেখাবো না। ভিডিও শেষ হয়েছে একাধিক কণ্ঠের কোরাস ও ভাষার জিঙলে। যেখানে লেখা, 'নো সিএএ, নো এনআরসি, রেসিস্ট নাও।' এই ভিডিও প্রসঙ্গে ধৃতিমান চট্টোপাধ্যায় বলেছেন, গত একমাস ধরে আমরা এই ভিডিওর বিষয়ে আলোচনা করেছি। অবশেষে সোমবার সকালে এটা প্রকাশ্যে আনা হল। দেখে ভাল লাগছে অনেক নতুন মুখ, এভাবে এগিয়ে এসে প্রতিবাদ করেছে। এনডিটিভ/এইসময়

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়